পান্ট-গিলকে ১ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন রোহিত

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-09-23T18:41:01+06:00
আপডেট হয়েছে - 2024-09-23T18:41:01+06:00
চেন্নাই টেস্টে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পর যত দ্রুত সম্ভব ম্যাচ শেষ করতে চেয়েছিল ভারত। ইনিংস ঘোষণার আগে বেঁধে দেওয়া হয়েছিল সময়- মাত্র ১ ঘণ্টা। সে সময়ের মধ্যে ম্যাচ জেতার জন্য তড়িঘড়ি করে খেলতে হয়েছে, সেভাবে খেলেই রিশভ পান্ট তুলে নেন সেঞ্চুরি। ম্যাচ শেষে এসব কথা ফাঁস করেছেন পান্ট নিজেই।
তৃতীয় দিন বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৯ রানে। ভারত পায় ২২৭ রানের লিড। জয়ের জন্য তিনশ রানের মতো লিড পেলেও হতো। তবে শুবমান গিল ও রিশভ পান্টের ব্যাটে ভর করে দল এগিয়ে যাচ্ছিল বড় লিডের পথে।
এক পর্যায়ে রোহিত আত্মবিশ্বাসী ছিলেন, জেতার মতো রান হয়ে গেছে। তাই পান্টদের সময় বেঁধে দেন, এক ঘণ্টার মধ্যে যেন খেলা শেষ করে আসেন, তারপর ঘোষণা করবেন দ্বিতীয় ইনিংস।
এই সময়টুকু বেঁধে দেওয়া হয় তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময়। বলা হয়, দ্বিতীয় সেশনে এক ঘণ্টা ব্যাট করার সুযোগ পাবেন পান্ট ও গিল। এর মধ্যেই যা ব্যাট করার করে নিতে হবে। এ কথা শুনে বেড়ে যায় রান তোলার গতি। শেষপর্যন্ত দুজনই তুলে নেন সেঞ্চুরি।
পান্ট বলেন, 'আমরা যখন লাঞ্চ করতে গেলাম, তখন ড্রেসিংরুমে আলোচনা চলছিল ইনিংস ঘোষণা করার ব্যাপারে। রোহিত ভাই বলল, এক ঘণ্টা সময় দিচ্ছি। তার মধ্যে যত রান করতে পারো করো। তাই ব্যাট করতে আবার নামার সময়ই ভাবছিলাম এবার মেরে খেলব। ভেবেছিলাম দেড়শ রানও হতে পারে, তবে সেটা হয়নি।'
শেষপর্যন্ত ১২৮ বলে ১০৯ রান করে সাজঘরে ফেরেন পান্ট, মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে। বিদায় নেওয়ার আগে ওয়ানডে মেজাজে খেলা ইনিংসটি সাজান ১৩টি চার ও ৪টি ছক্কায়। এর আগে প্রথম ইনিংসেও ভালো ব্যাট করছিলেন তিনি। সেবার ৫২ বলে ৩৯ রান করে শিকার হন হাসান মাহমুদের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।