Scores

“প্রথম শ্রেণিতে খেলা খেলোয়াড়ের জন্য বিনিয়োগ”

প্রথম শ্রেণির ক্রিকেটের চেয়ে সীমিত ওভারের ক্রিকেটেই যেন ক্রিকেটারদের আগ্রহ বেশি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগের আধিপত্যে সেটি আরও প্রকট হয়েছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে দেখা দিচ্ছে টি-২০ ফরম্যাট প্রীতি, সেই সাথে আগ্রহ হারাচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেট।

 

“প্রথম শ্রেণিতে খেলা খেলোয়াড়ের জন্য বিনিয়োগ”

সম্প্রতি আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডাক পেয়েও সেখানে অংশ নেওয়া হয়নি সৌম্য সরকারের। জাতীয় দলের প্রস্তুতি হিসেবে তাকে দেশে রাখতে অনাপত্তিপত্র দেওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সৌম্য সুযোগ পাননি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও। তাহলে কেন সৌম্যকে আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতে দেওয়া হল না?

Also Read - ভিডিও: ইংরেজ ভক্তদের গানে তামিমের সেঞ্চুরি উদযাপন!


এমন প্রশ্নের জবাবে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, জাতীয় দলের সুযোগ না পেলেও সৌম্য জাতীয় ক্রিকেট লিগে খেলবেন যেটি এপিএলের চেয়েও তার জন্য অধিক কার্যকরী। বাশার বলেন, ছন্দে ফিরতে চার দিনের ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ না কি টি-২০? প্রথম শ্রেণির ক্রিকেটে বেশি ব্যাটিং করা যায় না কি ২০ ওভারে? প্রথম শ্রেণির ক্রিকেটে আপনি চাইলে দুই দিনও ব্যাটিং করতে পারবেন।’

এনসিএলে লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করে বাশার বলেন, লিটন দাস ডাবল সেঞ্চুরি করেছে২০ ওভারের ম্যাচে যেটি করা যায় নাটি-২০র চেয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রান পেলে সেটি বেশি আত্মবিশ্বাস দেয়।’

জাতীয় দলের সাবেক ও অন্যতম সফলতম এই অধিনায়কের অভিমত, প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা খেলোয়াড়দের জন্য বিনিয়োগ হিসেবে কাজে দেয়। তার ভাষ্য, টি-২০তে প্রতি ম্যাচে ভালো করতে পারবেন নাকিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করতে আপনি যথেষ্ট সময় পাবেন হ্যাঁ, প্রথম শ্রেণির চেয়ে আপনি টি-২০তে টাকা বেশি পাবেনকিন্তু মনে রাখতে হবে প্রথম শ্রেণিতে খেলা একটা খেলোয়াড়ের জন্য বিনিয়োগ।’

বাশার আরও বলেন, ব্যাটিং নিয়ে কাজ করার সবচেয়ে সেরা সংস্করণ হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটতাসকিন এপিএল খেলতে গেল, আবার চলে এলযদি সে এপিএলে দুটি ম্যাচও খেলত, সর্বোচ্চ ৮ ওভার বোলিং করতওর সমস্যা ছিল ফিটনেসেসে যদি জাতীয় লিগে দুটি ম্যাচ খেলত, তবে ফর্ম ও ফিটনেস সবই ফিরে পেত।’

আরও পড়ুন: প্রথমবারের মত শীর্ষ দশে উসমান খাজা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আবারো ঘরোয়া ক্রিকেট পেছালো ইসিবি

বিদেশি লিগে খেলার আর্জি বাড়ছে ভারতীয়দের

ঘরোয়া ক্রিকেট নিয়ে তামিমের ভাবনা

লকডাউনে শ্রীলঙ্কায় আটকে আছেন পাকিস্তানি ১২ ক্রিকেটার

করোনায় ‘দুরকম’ সময় কোচদের