টস তুলে নেওয়ার পক্ষে নন বাশার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-05-19T04:24:46+06:00
আপডেট হয়েছে - 2018-05-19T04:24:46+06:00
স্বাগতিক দলের ফায়দা নেওয়ার মানসিকতার কারণেই হয়ত, ভিনদেশের মাটিতে টেস্ট খেলা আইসিসির সদস্য দেশগুলোর জন্য আতঙ্কের বিষয়। স্বাগতিক দলের কাছে এমনিতেই নিজেদের পরিবেশ থাকে চেনা। বড় দৈর্ঘের একেকটি টেস্ট ম্যাচে টস জিতলে তাই ম্যাচ জয়ের ক্ষেত্রেও অনেক এগিয়ে যায় স্বাগতিক দল।

কোনো দল যেন স্বাগতিকের ভূমিকায় থেকে সেই সুবিধা না পায় এজন্য টেস্টে টস প্রথাই উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেট সংস্থার এমন সিদ্ধান্তের পক্ষে নন
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার।
তিনি বলেন-
‘আমাদের ক্ষতিগ্রস্ত বা লাভবান হওয়ার চেয়েও বড় ব্যাপার হলো আমার দৃষ্টিতে এটিকে ভালো ব্যাপার বলে মনে হচ্ছে না। আমি এর পক্ষে না। আমি আমাদের সুবিধা বা অসুবিধা প্রসঙ্গে যাচ্ছি না। টস খেলাটার অনেক বড় একটা অংশ।’ ‘টস না রাখার প্রস্তাবনার পক্ষে বলা হচ্ছে যে স্বাগতিক দল সুবিধা নিচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো সূত্র বের হয়নি যে সূত্র মেনে টসে জেতা যায়। এমন কোনো কিছু বের হয়নি যে বলা যায় টসে যাওয়ার আগে এটা করলে বা ওটা করলে জেতা যাবে। তা সম্ভবও না। কাজেই এটা বলার সুযোগ নেই যে হোম টিম টস জেতার জন্য কোনো সুবিধা নিচ্ছে।’
নিজের অবস্থানের পেছনে অবশ্য যথাযথ যুক্তিও দাঁড় করিয়েছেন বাশার। টস জেতা নিশ্চিত কোনো বিষয় নয়, এটি উল্লেখ করে তিনি বলেন,
‘
হোমে খেলা হলে আমরা স্পিনিং ট্র্যাক বানাই। অস্ট্রেলিয়া সিমিং ও হার্ড-বাউন্সি ট্র্যাক বানায়। এটা হলো সুবিধা নেওয়া। এর সঙ্গে টসের কোনো সম্পর্ক আমি দেখি না।
আমি মনে করি
,
এতে উল্টো ক্রিকেটের সৌন্দর্যই নষ্ট হবে। আমরা সবাই ক্রিকেটের উন্নয়নের জন্যই কথা বলি। এর পরও কিছু কিছু জিনিস আছে
,
যেগুলোতে হাত দেওয়া ঠিক না। ঐতিহ্যগুলোকে বাদ দেওয়া ঠিক হবে না।
’
চলতি মাসের শেষে
ের মুম্বাইয়ে হবে আইসিসির বৈঠক। এতে টেস্টে টস প্রথা নিয়ে বিষদ আলোচনা হবে। যদি টস প্রথা উঠে যায়, তাহলে টেস্টে সফরকারী দল আগে বোলিং কিংবা ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারবে। আগামী বছর শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্টের এই বড় আয়োজনে টস প্রথা না থাকার সম্ভাবনা আছে। এমনকি আগামী বছরের অ্যাশেজেও টস বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে।