
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2025-03-16T21:52:57+06:00
আপডেট হয়েছে - 2025-03-16T21:58:20+06:00
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন চার-ছক্কার ফুলঝুরি৷ দ্রুত রান তোলার তাড়নায় কখনো কখনো ব্যাটাররা ওভারে ৬ বলেই ৬ ছক্কা হাঁকান। এই কীর্তি আছে একাধিক ব্যাটারের। তবে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শ্রীলঙ্কান তারকা থিসারা পেরেরা। এশিয়ান লিজেন্ডস লিগে ওভারে ৬ ছক্কা হাঁকানোর পাশাপাশি এই তারকা করেছেন সেঞ্চুরিও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন থিসারা পেরেরা
একবার করে ওভারে ৬ ছক্কা মারার কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স, ভারতের রবি শাস্ত্রী ও যুবরাজ সিং, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ইংল্যান্ডের রস হোয়াইটলি, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, নিউজিল্যান্ডের লিও কার্টার, নেপালের দীপেন্দ্র সিং আইরে ও যুক্তরাষ্ট্রের যশকরন মালহোত্রার।
ভারতের উদয়পুরে এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে এই কীর্তি গড়েন থিসারা পেরেরা। আফগান পাঠানসের স্পিনার আয়ান খানের করা ২০তম ওভারে ছয় ছক্কা হাঁকান পেরেরা। ওই ওভারে তিনটি ওয়াইড বলও করেন আয়ান, ফলে মোট ৩৯ রান আসে ইনিংসের শেষ ওভারে। পেরেরা করেন ৩৬ বলে ১০৮ রান। বিধ্বংসী এই ইনিংস খেলার পথে ১৩টি ছক্কা ও দুইটি চার মারেন তিনি।
আগে ব্যাট করে পেরেরার সেঞ্চুরি ছাড়াও ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মেভান ফার্নান্দো। ফলে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩০ রানের পাহাড়সম সংগ্রহ তোলে শ্রীলঙ্কান লায়ন্স। জবাবে আফগানিস্তান পাঠানস বোর্ডে তোলে ৪ উইকেটে ২০৪ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৭০ রান করেন আসগর আফগান। সাবেক ক্রিকেটার এই এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্টটি স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্ট নয়।
এর আগে ২০২১ সালে শ্রীলঙ্কার লিস্ট - 'এ' টুর্নামেন্ট মেজর ক্লাব টুর্নামেন্টে ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন থিসারা পেরেরা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।