
তামিমের ব্যাটে রান, হেসেখেলে জিতলো গুলশান
প্রকাশিত হয়েছে - 2025-03-16T18:03:24+06:00
আপডেট হয়েছে - 2025-03-16T18:03:24+06:00
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২২১ রান তোলে গুলশান। জবাবে পারটেক্সের ইনিংস থেমেছে ১৬৪ রানের মাথাতে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ফিফটি হাঁকিয়েছেন আজিজুল হাকিম তামিম।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে
গুলশানকে ব্যাটিংয়ে পাঠায় পারটেক্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা
শেষে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের পুঁজি দাঁড় করায় গুলশান। আজিজুল হাকিম তামিম
খেলেছেন ইনিংস সর্বোচ্চ ৭৯ বলে ৬২ রানের ইনিংস। বাকিদের মধ্যে ৪৯ বলে ৩২ রান করেন
ইফতিখার হোসাইন ইফতি। লিটন দাস খেলেছেন ৩৭ বলে ২২ রানের ইনিংস। ১৩ বলে ২৩ রানের
ক্যামিও ইনিংস খেলেন মেহেদী হাসান।
পারটেক্সের হয়ে ৩ উইকেট শিকার করেন তৌফিক আহমেদ।
জবাব দিতে নেমে দলের ১১ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে পারটেক্সের। ১১ বলে ১১ রান করে বিদায় নেন রুবেল মিয়া। এরপর টপাটপ আরও ২ উইকেট হারিয়ে ফেলে পারটেক্স। ১৫ বলে ৪ রান করে বিদায় নেন সাব্বির রহমান। টিকে থাকা ওপেনার জয়রাজ শেখও সুবিধা করতে পারেননি। ৫৭ বলে ২৯ রান করে বিদায় নেন জয়রাজ।
বাকিদের মধ্যে লড়াই চালিয়েছেন রবিউল ইসলাম রবি। খেলেছেন ৩৮ বলে ৩০ রানের ইনিংস। ১০ বলে ১৩ রানের ক্যামিও খেলেন আলাউদ্দিন বাবু। তবে দলকে জেতাতে যথেষ্ট হয়নি এসব ইনিংস। ৪৩.২ ওভার শেষে ১৬৪ রানের মাথায় অলআউট হয়ে যায় পারটেক্স। গুলশান তুলে নেয় ৫৭ রানের সহজ জয়।
গুলশানের হয়ে ২টি করে উইকেট তুলেছেন আসাদউজ্জামান পায়েল, নিহাদউজ্জামান এবং নাঈম ইসলাম।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।