অবশেষে আইপিএলে দল পেলেন 'নেট বোলার' সাকারিয়া

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2025-03-17T00:08:01+06:00
আপডেট হয়েছে - 2025-03-17T00:08:01+06:00
তাকে কমবেশি সবাই চেনেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ডাকেন ‘কোচ’, সে হিসেবে তিনি শুধু মুস্তাফিজের সাবেক সতীর্থই নন একইসাথে ‘শিষ্য’। সেই চেতন সাকারিয়া অবশেষে আইপিএলে দল পেলেন। যদিও এজন্য অনেক চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে তাকে।
২৭ বছর বয়সী বাঁহাতি এই পেসার রাজস্থান রয়্যালসে থাকাকালে মুস্তাফিজের সাথে জমিয়ে জুটি বেঁধে বল করেছেন। ভালো ফর্মের ধারায় জাতীয় দলেও হয় অভিষেক। এরপর অনেকটাই আড়ালে চলে যান। চোটের সাথে লড়াই করতে করতে জাতীয় দল তো বটেই, আইপিএলেও জায়গা হারান।
শেষমেশ তাকে কলকাতা নাইট রাইডার্স দলের সাথে রেখেছিল নেট বোলার হিসেবে। তবে উমরান মালিকের চোট সাকারিয়ার কপাল খুলে দিল। উমরানের বদলি হিসেবে কলকাতার মূল স্কোয়াডেই জায়গা হয়েছে তার। আগের ৩ আসরে পৌনে ১০ কোটি রুপি পাওয়া এই ক্রিকেটার এবার পাবেন মাত্র ৫০ লাখ রুপি।
এদিকে ২০২৩ আইপিএলের নায়ক উমরান এবার কোনো ম্যাচই খেলতে পারছেন না। চোটের কারণে গোটা আসর থেকেই ছিটকে গেছেন তিনি। ৭৫ লাখ রুপি খরচ করে নিলামের শেষদিকে উমরানকে কিনে নিয়েছিল কলকাতা।
এ বছর কলকাতা তাদের পেস আক্রমণ সাজিয়েছে অ্যানরিখ নরকিয়া, হার্শিত রানা, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, মায়াঙ্ক মারকান্দেকে নিয়ে। তাদের সাথেই যুক্ত হচ্ছে সাকারিয়ার নাম।
২০২১ সালে জাতীয় দলে অভিষেকের পর একটি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন চেতন সাকারিয়া। আইপিএলে দুটি দলের হয়ে ১৯ ম্যাচ খেলে ২০টি উইকেট আছে তার। ২০২১ সালে ১ কোটি ২০ লাখ রুপিতে রাজস্থানে খেলার পর পরের দুই আসর দিল্লী ক্যাপিটালসে থেকে পেয়েছেন বছরপ্রতি ৪ কোটি ২০ লাখ টাকা করে, যদিও দুই আসর মিলিয়ে ম্যাচ খেলেছেন মাত্র ৫টি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।