পাকিস্তানের ক্রিকেটের অতিরিক্ত পরিবর্তন পছন্দ হচ্ছে না ইনজামামের
বেশি পরিবর্তনের বিপক্ষে ইনজামাম।

পাকিস্তানের ক্রিকেটের অতিরিক্ত পরিবর্তন পছন্দ হচ্ছে না ইনজামামের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2025-03-18T03:36:35+06:00
আপডেট হয়েছে - 2025-03-18T03:36:35+06:00
পাকিস্তানের ক্রিকেট বরাবরই যেন মিউজিক্যাল চেয়ার। বোর্ড সভাপতি থেকে শুরু করে স্কোয়াডের ক্রিকেটার, অধিনায়ক, কোচ কোনোকিছুই বেশি দিন টেকে না পাকিস্তানে। আজ কেউ আছেন, তো কাল নেই, কাল কেউ নিয়োগ পেলেন তো পরশু হাওয়া – এমন অবস্থা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ইনজামাম-উল-হক।
এত এত পরিবর্তনের মাঝে মাঠের ক্রিকেটে সময়টাও খুব
একটা ভালো যাচ্ছে না পাকিস্তানের। ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও
জিততে পারেনি পাকিস্তান, বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এর
আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। ২০২৩
ওয়ানডে বিশ্বকাপে ভারতে বিদায় নিয়েছিল ৫ম হয়ে।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাচীন যুগের ক্রিকেট খেলেছে পাকিস্তান। অন্য দল যেখানে খেলেছে আগ্রাসী ক্রিকেট, সেখানে পাকিস্তান ধুঁকেছে, করেছে ধীরগতির ব্যাটিং। যা কাজে আসেনি স্বাভাবিকভাবেই। ভারত, নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই রীতিমত ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটে। বিশ্বকাপে ৫ম হওয়ার পর ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। পরে নানা নাটকীয়তার পর সাদা বলের অধিনায়ক করা হয়েছিল বাবরকে, লাল বলে দায়িত্ব দেওয়া হয় শান মাসুদকে। কোচ হিসেবেও লাল এবং সাদা বলে আলাদা কোচ নিয়োগের পথে হাঁটে পিসিবি। লাল বলে প্রধান কোচ করা হয় জেসন গিলেস্পিকে। সাদা বলের প্রধান কোচ করা হয় গ্যারি কারস্টেনকে।
তবে দুজনের কেউই বেশিদিন টেকেননি। এর মাঝে পিসিবির সভাপতিও বদল হয়েছে কয়েক দফায়। গিলেস্পি এবং কারস্টেন মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছেন। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আকিব জাভেদকে নিয়োগ দেয় পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শুরুতে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে নিউজিল্যান্ড সিরিজেও আকিবকেই কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
অন্যদিকে সাদা বলের নতুন অধিনায়ক করা হয় মোহাম্মদ রিজওয়ানকে। এক সিরিজ পরেই টি-টোয়েন্টির স্কোয়াড থেকে রিজওয়ানকে বাদ দিয়ে এবার সালমান আঘাকে অধিনায়ক করেছে পাকিস্তান। এত এত পরিবর্তনের ঝড়ের ফলে স্বাভাবিকভাবেই বেশ টালমাটাল অবস্থায় আছে পাকিস্তানের ক্রিকেট। এখানেই গলদ দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইনজামাম বলেন, ‘গত দুই বছরে পাকিস্তানের পারফরম্যান্স নিচের দিকে নেমেছে। আমরা যদি সঠিক পথে কাজ না করি, তাহলে এভাবে ভুগতেই থাকব। বারবার খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্ট পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা যাবে না। আমাদের বসে পর্যালোচনা করে বের করতে হবে, কোথায় ভুল হচ্ছে।’
তিনি আরও বলেছেন, ‘খুব বেশি পরিবর্তন করার বদলে আমাদের সাবধানতার সঙ্গে মূল্যায়ন করতে হবে, কোনো জায়গায় ভুল হচ্ছে। যদি ক্রমাগত পরিবর্তন করা হয়, খেলোয়াড়রা তাদের প্রয়োজনীয় আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না এবং পরিস্থিতি একই থাকবে।’
এছাড়া তুমুল সমালোচনার মুখে থাকা বাবর আজমকে আগলে রেখেছেন ইনজামাম। বাবরের ব্যাপারে তিনি বলেছেন, ‘বাবর আজম শীর্ষ মানের ক্রিকেটার। সবাই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়, কিন্তু জাতীয় দল গত কয়েক মাস ধরে ভালো ক্রিকেট খেলছে না। ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হবে। কোথায় ভুল হচ্ছে, সেগুলো সবাই মিলে খুঁজে বের করতে হবে। বারবার কোচ ও ক্রিকেটার পরিবর্তন কোনো সমস্যার সমাধান করবে না।’
বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান দল। সেখানে পাঁচ টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডের সিরিজ খেলবে তারা। ইতোমধ্যে ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হেরেছে প্রথম টি-টোয়েন্টিতে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।