এবার আশা সবারই একটু বেশি : বাশার
বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত অনুভব করছেন নির্বাচক হাবিবুল বাশার

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-08-08T13:06:42+06:00
আপডেট হয়েছে - 2023-08-08T13:06:42+06:00
আইসিসি বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে মঙ্গলবার ট্রফি এসেছিল মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ট্রফির সাথে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ছিলেন নির্বাচক ও বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
হাবিবুল বাশার মনে করেন বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আশা সময়ের সাথে বাড়ছে। বাশার মনে করেন বাংলাদেশের গত দুই বছরের ভালো পারফরম্যান্সের জন্য এবারের আসর নিয়ে সবার আশা কিছুটা বেশি।
বাশার বলেন, "বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিনদিন আশা বাড়ছে, আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আর এবারের বিশ্বকাপটা আবার শুরু করছি। আশা প্রতিবার পরিবর্তন হচ্ছে, আর এবারের আমার মনে হয় আশাটা সবারই একটু বেশি। কারণ গত দু বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।"
বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত বাশার। ট্রফি স্পর্শের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাবিবুল বাশার বলেন, "ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পরে তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি। আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।"
৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
.
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।