সাকিব অনেক উঁচুমানের খেলোয়াড় : হামজা
সাকিবকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছিলেন হামজা চৌধুরী

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2025-03-17T14:49:59+06:00
আপডেট হয়েছে - 2025-03-17T14:49:59+06:00
বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম হলেও শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলবেন এই তারকা ফুটবলার। ফুটবলার হলেও ক্রিকেট নিয়ে জানাশোনা আছে হামজার৷ ২০২০ সালে দৈনিক 'প্রথম আলো'কে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছিলেন হামজা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আজ বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী
এই তারকা ফুটবলার খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। এর আগে বাংলাদেশে ঘুরতে আসলেও এবার দেশের হয়ে খেলতে আসছেন এই ফুটবলার। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও বাংলাদেশে হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে তাঁর শিকড় গাঁথা। কৈশোরে বাংলার আলো-বাতাস সঙ্গী করে বেড়ে ওঠা এই তাই সব সময় চেষ্টা করেন বাংলাদেশের খোঁজখবর রাখতে।
সাকিবকে নিয়ে মুগ্ধতা কথা জানিয়ে হামজা বলেছিলেন, " তিনি অনেক উঁচু মানের খেলোয়াড়। ব্যাটিং-বোলিং দুটোতেই ভালো। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তাঁর ব্যক্তিত্ব আমার ভালো লাগে। তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। বাংলাদেশের খেলা থাকলে আমি সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করি।"
সাকিব ছাড়া বাংলাদেশ দলের তামিম ইকবাল ও লিটন দাসকেও চেনেন হামজা। তবে বাংলাদেশ দল ইংল্যান্ডে সফরে গেলেও কখনো মাঠে বসে খেলা দেখা হয়নি তার।
বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের আগে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭ ম্যাচ খেলেছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হবে এই তারকা ফুটবলারের। তার হাত ধরে এগিয়ে যাবে দেশের ফুটবল - এমন আশাই থাকবে দেশের কোটি ক্রীড়াপ্রেমীর।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।