██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে দেশের হয়ে খেলাতেই মনোযোগ জাম্পার

ফিরতে চান টেস্ট ক্রিকেটে

ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে দেশের হয়ে খেলাতেই মনোযোগ জাম্পার

প্রকাশিত হয়েছে - 2024-08-10T15:26:58+06:00

আপডেট হয়েছে - 2024-08-10T15:26:58+06:00

সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার অ্যাডাম জাম্পা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের হয়ে খেলাতে মনোযোগী হয়েছেন জাম্পা। টেস্টে খুব বেশি খেলা না হলেও ফিরতে আশাবাদী এই তারকা লেগ স্পিনার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]


অ্যাডাম জাম্পা


ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আকাশচুম্বী চাহিদা থাকলেও
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাম্পা জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজি লিগ নয় দেশের হয়ে খেলতে চান তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে দুই বছরের চুক্তির পাশাপাশি নাম প্রত্যাহার করেছেন আইপিএল।



সম্প্রতি একটি পডকাস্টে জাম্পা বলেন, " আমি বিশ্বকাপয়ী দলের অংশ হতে পেরে ভাগ্যবান ছিলাম। সামনের দিকে তাকালে ফ্র্যাঞ্চাইজি লিগ নয় জাতীয় দলের হয়ে যতদিন সম্ভব খেলে যেতে চাই। আমি অস্ট্রেলিয়ার হয়ে সম্ভাব্য সব ম্যাচ খেলতে চাই, এর মধ্যে দুই বছরের চুক্তি করেছি। এজন্য ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে।"




ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলায় টেস্টে ফিরতে চান ৩১ বছর বয়সী লেগ স্পিনার। গত বছর টেস্টে ফেরার সুযোগ হলেও শেষ পর্যন্ত খেলা হয়নি জাম্পার। ভারত সফরে টেস্টে জাম্পার পরিবর্তে মিচেল সুইপসনকে বেছে নিয়েছিলেন নির্বাচকরা। এর আগে সুযোগ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন জাম্পা। ২০২০ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে ফেরার পর মাত্র দুইটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন জাম্পা। মূলত তার সাদা বলের ব্যস্ত সূচির কারণে। ২০১৭ সালে ক্যারিয়ারের শুরুর পর থেকে মাত্র ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন জাম্পা।



টেস্টে ফিরতে আশাবাদী জাম্পা। এ নিয়ে তিনি বলেন, "আমি মনে করি, বাস্তবসম্মতভাবে, আমি এখনো টেস্ট খেলার সুযোগ দেখছি।আমি যদি এখন শেফিড শিল্ডে অনেক বেশি খেলতাম এবং আমি যেমন বোলার, যেভাবে বল করছি তাতে ভালো করতাম। গত কয়েকবছরে আমি যে কয়েকটি ম্যাচ খেলেছি তা ভালো কিছুর ইঙ্গিত দেয়।"


প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬.৯৮ গড় থাকলেও জাম্পা বিশ্বাস করেন তার দক্ষতা টেস্ট ক্রিকেটে কার্যকরী হবে।



" আমি যদি উপমহাদেশের আসন্ন সফরগুলোতে সুযোগ পেলেও মানুষ বলবে ৪৬ গড় নিয়ে যথেষ্ট নয়। আমি নিশ্চিত মানুষ বলবে কিন্তু আমি যদি সুযোগ পাই এবং নিজের মতো করে বল করতে পারি এটা ঠিক হয়ে যাবে।"



বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.