বাংলাদেশকে হালকাভাবে নিও না, ভারতের প্রতি রায়নার বার্তা
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন সুরেশ রায়না

তালহা তানীমEditor
প্রকাশিত হয়েছে - 2024-08-30T12:12:51+06:00
আপডেট হয়েছে - 2024-08-30T12:12:51+06:00
পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল৷ সেপ্টেম্বরে টাইগারদের ভারত সফর রয়েছে। সেই সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন দলটির সাবেক তারকা সুরেশ রায়না। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সুরেশ রায়না
শ্রীলঙ্কা সফরের পর থেকেই লম্বা বিরতিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর বাংলাদেশকে নিয়ে ভারতকে সতর্ক করেছেন রায়না। টাইগারদের বোলিং এর প্রশংসা করেছেন তিনি। বিশেষভাবে মনে করিয়ে দিয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের নিয়ে গড়া স্পিন আক্রমণের কথা।
রায়না বলেন, " আপনি আসলে বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দুইটি হবে চেন্নাই এবং কানপুরে। আমরা জানি, টেস্টের দুই ভেন্যুতেই স্পিনাররা সুবিধা পায়। বাংলাদেশের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। ভালো কিছু খেলোয়াড় আছে, যারা লম্বা সময় ধরে ভালো খেলছে। এই সিরিজটি অস্ট্রেলিয়া সফরের ভালো প্রস্তুতি হবে।"
চলতি বছর অস্ট্রেলিয়া সফর করবে ভারত। অস্ট্রেলিয়ায় কঠিন পরীক্ষার আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। এই দুই সিরিজকে প্রস্তুতির মঞ্চ ভাবছেন রায়না।
" যে কোনও কঠিন সফরের আগে পরিকল্পিত প্রস্তুতি প্রয়োজন। তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবে ভারত। এই অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সফরে কাজে লাগবে।"
পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্টকে প্রশংসায় ভাসিয়েছেন রায়না। তিনি বলেন, " রিশাভ(পান্ট)দেখে ভালো লাগছে। বিশ্বকাপে ও দুর্দান্ত পারফর্ম করেছে। আসলে ক্রিকেট ওর প্যাশন। প্রচণ্ড পরিশ্রমী। খুব ভালো কিপিংও করছে।"
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ভারত- বাংলাদেশের মধ্যকার দুই টেস্টের সিরিজ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।