বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে গতির ঝড় তুলতে চান রোচ
সেন্ট লুসিয়ার উইকেটে বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় আতঙ্ক হতে পারেন কেমার রোচ। পেসবান্ধব উইকেটে গতির ঝড় তোলার বার্তা দিয়েছেন এই পেসার।

Adnan AhmedEditor
প্রকাশিত হয়েছে - 2022-06-23T17:44:18+06:00
আপডেট হয়েছে - 2022-06-23T17:50:11+06:00
খেলার সারসংক্ষেপ
অ্যান্টিগার পর এবার সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ক্যারিবীয়দের সামনে সিরিজ জয়ের হাতছানি, আর সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। অ্যান্টিগায় প্রথম টেস্টে স্বাগতিক পেসারদের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এদিকে দ্বিতীয় টেস্টের আগে গতির ঝড়ে টাইগারদের কুপোকাত করার বার্তা দিলেন ক্যারিবীয় পেসার কেমার রোচ।
সেন্ট লুসিয়ার উইকেটে বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় আতঙ্ক হতে পারেন কেমার রোচ।
শুক্রবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত আটটায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো সবসময়ই পেসারদের বাড়তি সহায়তা করে থাকে। সেন্ট লুসিয়ার উইকেট থেকেও তেমন কিছুই প্রত্যাশা করছেন রোচ।
রোচ বলেন, “এটা ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা উইকেট। পেসারদের জন্য অনেক কিছু আছে এখানে। আমি এখনও উইকেটে যাইনি, তাই জানি না। আশা করছি, কাল অনুশীলনে গিয়ে উইকেট দেখবো। সাধারণভাবে এটা ক্যারিবীয়ান পেসারদের জন্য অন্যতম সেরা উইকেট।”
এদিকে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট শিকারের পর আন্তর্জাতিক টেস্টে রোচ এখন ২৪৯ উইকেটের মালিক। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আর একটি উইকেট পেলেই কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিংকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের ষষ্ঠ সর্বাধিক উইকেটের মালিক হবেন রোচ। এই পেসার এখন তাই উইকেটসংখ্যায় ২৫০ ছুঁয়ে পরবর্তী লক্ষ্যের দিকে চোখ রাখতে চান।
এই প্রসঙ্গে রোচ বলেন, “লক্ষ্য অবশ্যই পঞ্চাশ (২৫০) পার হওয়া। এখন ৪৯টি (২৪৯ উইকেট) আছে। আশা করছি, পরবর্তী ম্যাচে একটি উইকেট পেয়ে যাব। এরপর লক্ষ্য আমার শরীরকে ৩০০ উইকেটের জন্য ঠিক করা। সেটা আমার, দল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আইডিয়াল হবে। এটা অবশ্যই তালিকায় আছে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।