বাংলাদেশ সিরিজের আগে নাসিমের বক্তব্যে ক্ষিপ্ত কামরান

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-08-18T18:31:53+06:00
আপডেট হয়েছে - 2024-08-18T18:31:53+06:00
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে পেসার নাসিম শাহর এক মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে গেছে পাকিস্তানের ক্রিকেটে। দলে একতা নেই- নাসিমের এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যে এবার চটেছেন কামরান আকমল। কামরান মনে করেন, দলে যদি একতা না-ও থেকে থাকে, তা এভাবে প্রকাশ্যে বোঝানো উচিৎ হয়নি নাসিমের।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে নাসিম বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা ঠিকভাবে ঘুরে দাঁড়াতে পারিনি। আমরা ভালো খেলিনি, তা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। সমালোচনা খেলার অংশ, যতক্ষণ না উন্নতি হচ্ছে ততক্ষণ এটা আমাদের সইতে হবে। আমাদের জন্য এটা ঘুরে দাঁড়ানো, ভালো খেলা, দল হিসেবে নিজেদের জাহির করার সুবর্ণ সুযোগ।'
তবে নাসিমের এমন বক্তব্য একেবারেই ভালো ঠেকেনি কামরানের কাছে। তিনি বলেন, 'নাসিম শাহ প্রেস কনফারেন্সে এটা কী বলল? এটা আমার জন্য হতাশার ব্যাপার। সে বলল, আমাদের একসাথে খেলতে হবে। এর মানে কী? দলে কি তাহলে আগে একতা ছিল না?’
তবে শুধু নাসিমই নন, কামরানের তোপের মুখে পড়েছে দলও। শৃঙ্খলা ও একতা ফিরিয়ে আনার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘যখন দলে এমন অবস্থা থাকে, তখনই তা এভাবে মিডিয়ায় আসে। দেখা যাক... নাসিম মিডিয়াতে যা বলল বা আমি যা শুনলাম, পিসিবি ও টিম ম্যানেজমেন্টের উচিৎ এই বিষয়টির অবসান করা। আশা করি দল একতাবদ্ধ থাকবে।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।