‘বাজবল’ কৌশলে পরিবর্তন আনবেন না ইংল্যান্ড কোচ ম্যাককালাম
রাজকোট টেস্টে ভারতের কাছে ৪৩৪ রানের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এমন পরাজয়ের পর প্রশ্ন উঠেছে তাঁদের ‘বাজবল’ নিয়ে। এমনকি প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেইনও।

Afrid Mahmud RifatEditor
প্রকাশিত হয়েছে - 2024-02-20T13:12:16+06:00
আপডেট হয়েছে - 2024-02-20T13:12:16+06:00
সিরিজে পিছিয়ে থাকলেও ভারতের মাটিতে নিজেদের খেলার ধরণ পরিবর্তনের পক্ষে নন ইংল্যান্ড টেস্ট দলের কোচ ম্যাককালাম। খেলার পরিস্থিতি যেরকমই থাকুক না পরিবর্তন করতে চান না তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বাজবলে-কোনো-পরিবর্তন-আনবেন-না-ম্যাককালাম
টেস্ট ক্রিকেটে নতুনত্ব এনেছেন ম্যাককালাম-স্টোকস জুটি। সাবেক এই নিউজিল্যান্ড ক্রিকেটারকে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক করার পরই পরিবর্তন এসেছে তাঁদের খেলার ধরণে। বিশ্বকে পরিচিত করেছেন ‘বাজবলের’ সঙ্গে।
টেস্টেও আগ্রাসী মানসিকতা নিয়ে ব্যাটিং করা শিখিয়েছেন ম্যাককালাম। তবে চলমান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টে ৪৩৪ রানে হেরেছে। যা কিনা ১৯৩৪ সালের পর টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে বড় পরাজয়।
যে কারণে প্রশ্ন উঠেছে ‘বাজবল’ নিয়ে। নাসের হুসেইন তো বলেছেন- ‘বাজবল’ মানেই যে শুধু অ্যাটাক করতে হবে ব্যাপারটি তেমন নয়। তবে ম্যাককালাম তাঁর পুরনো সিদ্ধান্তেই অটল রয়েছেন। বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে খেলার ধরন নিয়ে বলেন,
“আপনি আগে যা করেছেন এবং যা অর্জন করার চেষ্টা করছেন সেটা থেকে যদি পিছু হাঁটা শুরু করেন তাহলে ফলাফল নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে। এই দলটি এমন নয়। এই দলটি খেলাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। পরিবেশের মধ্যে ইতিবাচক ও আত্মবিশ্বাসী থাকা গুরুত্বপূর্ণ। যদি আমরা তা করতে পারি তাহলে আমাদের যে প্রতিভা রয়েছে সেটার সর্বোচ্চটা করে দেখাতে পারব। পরিস্থিতি যেমনই হোক না কেনো- আমার কিংবা অধিনায়কের কাছ থেকে বার্তার কোনো পরিবর্তন হবে না।
তিনি আরও যোগ করেন, “আমি চাই না যে আমাদের ছেলেরা নিজেদের মধ্যে দ্বিধা নিয়ে খেলুক। তাহলে আগে যে অবস্থানে ছিলাম আবার সেটাতেই ফিরে যাব। আমরা ঘুরে দাঁড়াব এবং ভারতকে চাপে রাখার চেষ্টা করব।”
পুরো সিরিজে ব্যাট হাতে নিজেদের প্রমাণ করতে পারেননি জো রুট ও জনি বেয়ারস্টো। বিশেষ করে রুটের রিভার্স সুইপে আউট নিয়ে ব্যাপক সমলোচনা হয়েছে। অবশ্য ম্যাককালাম রুটকে সমর্থন জানাচ্ছেন।
“লোকে এটিকে বাহবা দিবে বা বিপক্ষে গেলে সমলোচনাও করবে। নতুন ধরনে রুটের মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দলে তাঁর ইমপ্যাক্ট এখনও অনেক গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন এটি যদি রুটের জন্য আদর্শ হয়ে উঠে তাহলে কী হবে। আমরা কী কেবল সাধারণ রুটকে চাই নাকি আরও ভালো রুটকে চাই? যদি এমন হয় তাহলে আমরা কত ম্যাচ জিতব।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।