বাবরকে নিয়ে করা টুইটের ব্যাখ্যা দিলেন ফখর
বোর্ডের বিপক্ষে কিছু বলেননি দাবি ফখরের।

বাবরকে নিয়ে করা টুইটের ব্যাখ্যা দিলেন ফখর
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-12-24T20:17:18+06:00
আপডেট হয়েছে - 2024-12-24T20:17:18+06:00
বাবর আজমের খারাপ সময়ে তার পাশে থেকে এক বার্তা দিয়ে তুলকালাম কান্ড করে ফেলেছিলেন ফখর জামান। পরে ফখরকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় পিসিবি। বহুদিন পর এসে বাবরকে নিয়ে করা সেই টুইটের ব্যাখ্যা দিলেন ফখর, জানিয়েছেন বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ফখর জামান।
বোর্ডের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া ফখর বর্তমানে কোনো ফরম্যাটেই জাতীয় দলে নেই। বাবরের পক্ষে ফখরের টুইটই যে দল থেকে তার বাদ পড়ার অন্যতম কারণ তাও জানিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। বহুদিন পর এসে নিজের করা টুইটের ব্যাখ্যা দিয়েছেন ফখর।
সম্প্রতি এক ভিডিওতে ফখর বলেছেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার টুইটটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা ১০০% ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে টুইটটা করেছিলাম।’
ফখর আরও বলেন, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। আমি মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেওয়া হয়।’
ফখর আরও বলেছেন, ‘আমি আসলে সেসব দেখে নিজের মতামতটা দিয়েছিলাম। তবে আমি বুঝতে পারছি যে, কেউই বোর্ডের উর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এও বলতে চাই যে, তোমরা যত বড়ই হও না কেন, কেউই বোর্ডের উর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয় যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যাঁ, আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’
পাকিস্তানের হয়ে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ফখর জামান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।