বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ালেন রশিদ খান
রশিদ খানকে মিস করবে অ্যাডিলেড স্ট্রাইকার্স। এমনটাই জানিয়েছে তাঁদের বিবৃতিতে। তবে তাঁর বদলি কে হবেন সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট।

Afrid Mahmud RifatEditor
প্রকাশিত হয়েছে - 2023-11-23T10:28:12+06:00
আপডেট হয়েছে - 2023-11-23T10:28:12+06:00
চোটের কারণে বিগ ব্যাশ লিগের ১৩তম আসর খেলা হবে না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের। মূলত যে কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ক্রিকেটার।
নিজের-থেকেই-নাম-সরিয়ে-নিয়েছেন-রশিদ-খান
দীর্ঘ সময় ধরেই অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছেন রশিদ। স্বাভাবিকভাবে সামনের বিবিএলের জন্যও তাঁকে রিটেইন করে ফ্র্যাঞ্চাইজিটি। তবে পিঠের চোট রয়েছে এই লেগ স্পিনারের। যে কারণে আসন্ন বিগ ব্যাশ লিগে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
শুধু চোট থাকলেও একটা ব্যাপার ছিল, করাতে হবে ছোটখাটো অস্ত্রোপচারও। স্ট্রাইকার্স রশিদ খানের ইনজুরি নিয়ে একটি বিবৃতি দিয়েছে। দলটির ম্যানেজার জানায়,
“পিঠের চোটের কারণে বিবিএলের ১৩তম আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রশিদ খান। তাঁর অপারেশনও প্রয়োজন হবে। রশিদ আমাদের অ্যাডিলেডের প্রিয় সদস্য এবং দর্শকদের মধ্যেও জনপ্রিয় সে। আমাদের সঙ্গে সাত বছর ধরে রয়েছে। কাজেই তাঁকে আমরা অনেক মিস করব এই মৌসুমে।”
রশিদের নাম প্রত্যাহার করাকে সমর্থন করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট। সেই সঙ্গে রশিদের ভবিষ্যৎ ক্যারিয়ার যেন হুমকির মুখে না পড়ে সেদিকেও খেয়াল রয়েছে ম্যানেজমেন্টের।
সদ্যই শেষ হওয়া বিশ্বকাপে খেলেছেন রশিদ খান। সেমিফাইনালে যাওয়ার দৌড়েও ছিল তাঁর দল আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত যেতে না পারলেও প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলেছে দলটি। টুর্নামেন্টে তাঁদের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রশিদ (১১)।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।