বিজয়ের অপরাজিত অর্ধশতকে আবাহনীর দ্বিতীয় জয়

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2023-03-19T17:35:06+06:00
আপডেট হয়েছে - 2023-03-19T17:35:06+06:00
'রান মেশিন' এনামুল হক বিজয়ের যেন থামাথামির নাম নেই! গত আসরে রেকর্ড রান করা বিজয় এবার আবাহনীর হয়ে উদ্বোধনী ম্যাচেই হাঁকান সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির বাগড়ায় অন্যরা রান করতে না পারলেও বিজয় এবার অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে।
দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ ছিল এদিন, যার দুটিই পণ্ড হয়েছে। ফলাফল এসেছে শুধু আবাহনী-শাইনপুকুর ম্যাচে। ফতুল্লায় টস হেরে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান জড়ো করে শাইনপুকুর।
দলের পক্ষে সাজ্জাদুল হক রিপন ৩৬, খালিদ হাসান ৩৫, অভিষেক মিত্র ৩৩ ও আমিনুল ইসলাম বিপ্লব ২৬ রান করেন। আবাহনীর পক্ষে তানভীর ইসলাম তিনটি এবং রাকিবুল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে উইকেট শিকার করেন।
বৃষ্টির কারণে আবাহনীও বেশিক্ষণ ব্যাট করতে পারেনি। উদ্বোধনী জুটিতেই ৯১ রান এনে দেন এনামুল হক বিজয় ও নাঈম শেখ। ৪৮ বলে ৪৩ রান করে নাঈম বিদায় নিলেও বিজয় পূর্ণ করেন অর্ধশতক।
৬৪ বলে একটি চার ও চারটি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন বিজয়। এছাড়া মাহমুদুল হাসান জয় ১৬ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন। ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান দাঁড়ায় আবাহনীর সংগ্রহ। ম্যাচ সামনে না এগোনোয় ডিএল মেথডে ১০ রানে এগিয়ে থাকায় জয় পায় আবাহনী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।