বিপিএল মাতাতে ফরচুন বরিশালে যোগ দিলেন মহারাজ
চট্টগ্রামে দলের সাথে যোগ দিয়েছেন মহারাজ।

বিপিএল মাতাতে ফরচুন বরিশালে যোগ দিলেন মহারাজ
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-02-13T22:35:43+06:00
আপডেট হয়েছে - 2024-02-13T22:35:43+06:00
বিপিএলে যেন বসেছে তারার মেলা। একের পর এক তারকা ক্রিকেটার যোগ দিচ্ছেন বিপিএলের বিভিন্ন দলে। এবার ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলার জন্য বাংলাদেশে পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কেশভ মহারাজ।
বিপিএলে বর্তমানে চলছে চট্টগ্রাম পর্বের খেলা। টুর্নামেন্টের মাঝপথে খেলতে এসেছেন বেশ কিছু নামীদামী বিদেশি তারকা ক্রিকেটার। রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছেন রেজা হেনড্রিক্স, জিমি নিশাম, ইমরান তাহিররা। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন মঈন আলী। এবার ফরচুন বরিশালের ডেরায় যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন কেশভ মহারাজ। টিম হোটেলে দলের সাথে যোগ দিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের নিয়মিত মুখ কেশভ মহারাজ। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখা যায় তাকে। বাঁহাতি স্পিনে উজ্জ্বল ছিলেন সর্বশেষে ওয়ানডে বিশ্বকাপেও। এবার বরিশালের জার্সি গায়ে বিপিএল মাতাবেন তিনি।
বিপিএলের এবারের আসরে ৮ ম্যাচ খেলে ৪ ম্যাচে জিতেছে এবং ৪ ম্যাচে হেরেছে ফরচুন বরিশাল। বর্তমানে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে রয়েছে তারা। চট্টগ্রাম পর্বে অবশ্য এখনও মাঠে নামেনি তারা। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে ফরচুন বরিশাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হয়ে যেতে পারে মহারাজের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।