বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের চেয়ে পিছিয়ে বিপিএল, মানছেন রিজওয়ানও
এবারও বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। তবে পুরো টুর্নামেন্ট শেষ না করেই চলে যাবেন পাকিস্তানে। মূলত পিএসএল শুরু হবে এই মাসেই।

Afrid Mahmud RifatEditor
প্রকাশিত হয়েছে - 2024-02-05T14:40:57+06:00
আপডেট হয়েছে - 2024-02-05T14:40:57+06:00
বিপিএলের মান অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর চেয়ে কম সেটি স্বীকার করেছেন পাকিস্তানের রিজওয়ানও। তবে প্রতিটা টুর্নামেন্টেই আলদা উইকেট, কন্ডিশন বিবেচনা করতে বললেন তিনি।
মিডিয়ার-মুখোমুখি-রিজওয়ান
একটা সময় আইপিএলের পরেই অবস্থান ছিল বিপিএলের। তখনও সিপিএল বা পিএসএলের আগমন ঘটেনি। অথচ সময়কালে মানের দিক দিয়ে এই টুর্নামেন্টগুলোর চেয়েও পেছনে পড়ে গেছে বিপিএল। প্রতি বছরই এটির মান নিয়ে প্রশ্ন উঠে।
এবারও তার ব্যতিক্রম নন। দিনের ম্যাচে রান হচ্ছে না বেশি আবার রাতে রান পাচ্ছে দলগুলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রিজওয়ানও বললেন বিশ্বের অন্যান্য টুর্নামেন্টগুলোর দিকে তাকালে বিপিএলের উন্নতির সুযোগ রয়েছে।
“সত্যি বলতে হ্যাঁ, বিপিএলের আরও উন্নতির জায়গা আছে যদি বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। প্রতিটা দেশেই ভিন্নরকম কন্ডিশন। আপনার বিপিএলে ভিন্ন কন্ডিশন, আইএল টি-টোয়েন্টি খেলা হচ্ছে অন্যরকম কন্ডিশনে। আপনি যদি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বা বিগ ব্যাশ খেলতে যান, সেখানেও ভিন্ন কন্ডিশন পাবেন। আবার বিশ্বকাপ বা এশিয়া কাপেও কন্ডিশন আলাদা থাকে। তো সবকিছুরই আলাদা উইকেট, কন্ডিশন রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আপনি যদি অস্ট্রেলিয়ায় যান তাহলে আপনাকে বাউন্স মোকাবিলা করতে হবে, বাংলাদেশে আবার ভিন্ন। এটাই পার্থক্য। প্রতিটি জায়গায় আল্লাহ্ ভিন্নরকম পরিবেশ তৈরি করেছেন। আপনারা যেরকম ভাবছেন, বিপিএলকে সেরকম জায়গায় নিতে হলে আরও কিছু পদক্ষেপ নিতে হবে।”
বিপিএল চলাকালীন অনুষ্ঠিত হয় আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট। যে কারণে এখন প্লেয়ার সংকটেও পড়তে হচ্ছে বিসিবিকে। বিপিএল উন্নতির জন্য কী ধরণের পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই প্রশ্ন করা হয়েছিল রিজওয়ানকে। তবে তাঁর সোজাসুজি উত্তর- এসব ভাবার জন্য তাঁর চেয়ে দক্ষতাসম্পন্ন লোক রয়েছেন।
“দেখুন, আমি কমিটিতে নেই। আমি শুধু আমার সত্য মতামত তুলে ধরেছি। আমার মনে হয় তাঁরা জানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড়। এখানে অনেক বড় বড় ক্রিকেটাররা রয়েছেন। তাঁরা বড় প্রতিপক্ষকেও হারিয়েছে। তো তাঁরা জানে কীভাবে বিপিএলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং উন্নতি করতে হবে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।