বিসিএলের ফাইনালে সাদমানের ‘২৪৬’, দক্ষিণাঞ্চলের ‘৫০০’
দশম বিসিএলের ফাইনালে প্রথমদিন ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দক্ষিণাঞ্চলের ওপেনার সাদমান ইসলাম। তবে সেঞ্চুরিকে ডাবলে রুপান্তরিত করলেন তিনি।

Afrid Mahmud RifatEditor
প্রকাশিত হয়েছে - 2023-03-05T20:21:12+06:00
আপডেট হয়েছে - 2023-03-05T20:21:12+06:00
সাদমান ইসলামের ডাবল সেঞ্চুরি বাদেও ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন দলের আরেক ব্যাটার মার্শাল আইয়ুবও। তাঁদের ব্যাটে চড়ে প্রথম ইনিংসে রান পাহাড়ে করেছে বিসিবি দক্ষিণাঞ্চল।
২৪৬-রানের-নান্দনিক-ইনিংস-খেলেন-সাদমান
বিসিএলের ফাইনালে প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকান সাদমান। প্রথম দিন শেষে ১৩০ রানে অপরাজিত থাকেন তিনি। সেই সঙ্গে অপরাজিত ছিলেন ফজলে মাহমুদ রাব্বিও। সেখান থেকেই দ্বিতীয় দিন শুরু করেন তাঁরা।
অবশ্য দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় দক্ষিণাঞ্চল। ৬১ রান করে মুশফিকের বলে আউট হন অধিনায়ক ফজলে। তারপর মার্শালের সঙ্গে জুটি বাঁধেন সাদমান। দুজনের শতরানের জুটি গড়ার পরপরই ডাবল সেঞ্চুরি তুলে নেন সাদমান।
৩৯৪ বলে ২৬ চার ও এক ছয়ে ডাবল শতক পূর্ণ করেন এ ওপেনার। সাদমানের ডাবলের পরই ফিফটি তুলে নেন মার্শাল। ডাবল হাঁকানোর পর সাদমানের চোখ থাকে ট্রিপলের দিকে। এ দুইজনের জুটি যখন ২০০ রানের হয় তখন সেঞ্চুরি পূর্ণ করেন মার্শাল।
শেষ পর্যন্ত সাদমানের ইনিংস থামে ব্যক্তিগত ২৪৬ রানে। দলীয় ৪৬৯ রানে তাঁকে আউট করেন মোহাম্মদ মিঠুন। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে দলীয় ৫০০ রান পূর্ণ করার পর ইনিংস ঘোষণার ডাক দেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক ফজলে।
বিসিবি মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন হাসান মুরাদ। দক্ষিণাঞ্চলের ৫০০ রানের জবাবে ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। তবে দ্বিতীয় দিন শেষে দলীয় ৩৩ রান করে মধ্যাঞ্চল। দিনশেষে ১৫ রান করে অপরাজিত রয়েছেন সৌম্য ও ১৬ রান করে অপরাজিত রয়েছেন আব্দুল মজিদ।