██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বৃষ্টি আর আথানাজের প্রতিরোধে ড্র ত্রিনিদাদ টেস্ট

বুক চিতিয়ে লড়াই করেছেন আথানাজে।

বৃষ্টি আর আথানাজের প্রতিরোধে ড্র ত্রিনিদাদ টেস্ট

বৃষ্টি আর আথানাজের প্রতিরোধে ড্র ত্রিনিদাদ টেস্ট

প্রকাশিত হয়েছে - 2024-08-12T11:13:50+06:00

আপডেট হয়েছে - 2024-08-12T11:13:50+06:00

West Indies vs South Africa

সমাপ্ত
Test1st TestSouth Africa tour of West Indies07-Aug-20242:00 PM

Queen's Park Oval, Port of Spain

West Indies
West Indies
233/10 (91.5) 201/5 (56.2)
South Africa
South Africa
357/10 (117.4) 173/3d (29)

Match Drawn

ম্যান অব দ্য ম্যাচKeshav Maharaj (South Africa)

হাতের মুঠোয় থাকা জয়টা লুফে নিতে পারল না দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদ টেস্টে বৃষ্টির বাগড়া আর শেষ দিনে আলিক আথানাজের দৃঢ়তায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রোটিয়াদের। ম্যাচে বেশ ভালো অবস্থানে থাকা সত্ত্বেও জয়ের দেখা পায়নি দক্ষিণ আফ্রিকা।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের অলআউট করতে পারেননি প্রোটিয়া বোলাররা। 
দ্বিতীয় ইনিংসে ৩০ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পরিস্থিতি মাথায় রেখে চালিয়ে খেলেছেন প্রোটিয়া ব্যাটাররা। ম্যাচ জিততে হলে এটি ছাড়া কোনো উপায়ও ছিল না তাদের। বুদ্ধিদীপ্ত আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। উদ্বোধনী জুটিতে টনি ডি জর্জি এবং এইডেন মারক্রাম মিলে তোলেন ৭৮ রান। টনি ডি জর্জি ৬০ বলে ৪৫ রানের ইনিংস খেলে বিদায় নেন।

 

তিনে নেমে মারক্রামের সাথে যোগ দেন ত্রিস্টান স্টাবস। দলের চাহিদা মাথায় রেখে স্টাবস ব্যাট চালিয়েছেন টি-টোয়েন্টি মেজাজে। দলের বোর্ডে রানও উঠতে থাকে দ্রুত গতিতে। ৪৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলীয় ১১৩ রানের মাথায় বিদায় নেন মারক্রাম।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

স্টাবস ছুটছিলেন আপন গতিতে। চারে নামা অধিনায়ক টেম্বা বাভুমাও যথাসাধ্য সঙ্গ দিচ্ছিলেন তাকে। দারুণ দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন স্টাবস। ২৯তম ওভারের শেষ বলে দলের ১৭৩ রানের মাথায় আউট হন স্টাবস। সেখানেই ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণ আফ্রিকা। ৫০ বলে ৬৮ রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নেন স্টাবস। অন্যদিকে বাভুমা অপরাজিত ছিলেন ১৭ বলে ১৫ রান করে।

 ঝড়ো ফিফটি হাঁকান স্টাবস। 
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন জোমেল ওয়ারিকান। ১ উইকেট তোলেন কেমার রোচ।


প্রথম ইনিংসে ১২৪ রানের লিড ছিল দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজের সামনে তাই জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৮। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দলীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ব্র্যাথওয়েট। আরেক ওপেনার মিকাইল লুইস ফিরেছেন ২৫ বলে ৯ রান করে। দলের বোর্ডে তখন কেবল ১৮ রান।

 

এরপর আলিক আথানাজের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ দৃঢ়তায় এক প্রান্ত ধরে রেখে এগিয়ে যেতে থাকেন আথানাজে। বাকি ব্যাটাররা অতটা উজ্জ্বল না হলেও প্রয়োজনমাফিক সঙ্গ দিয়েছেন আথানাজেকে। তিনে নামা কেসি কার্টি দলের ৬৪ রানের মাথায় আউট হওয়ার আগে খেলেছেন ৫৪ বলে ৩১ রানের ইনিংস।  

  বুক চিতিয়ে লড়াই করেছেন আথানাজে। 
কাভেম হজও মাঝারি একটি ইনিংস খেলেন। ৫৫ বলে ২৯ রান করে দলের ১২৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান হজ। তবে আথানাজেকে টলানো যাচ্ছিল না। অসাধারণ ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসে রান তুলতে থাকেন তিনি। ছুঁয়ে ফেলেন ফিফটিও। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে।

 

তার কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। উঁকিঝুঁকি মারছিল ম্যাচ জেতার আশাও। দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছে চলে যান আথানাজে। তবে সেঞ্চুরি থেকে একদম হাত ছোঁয়া দূরত্বে থাকা অবস্থায় থামতে হয়েছে তাকে। দলের ১৯২ রানের মাথায় ১১৬ বলে ৯২ রানের অসাধারণ এক ইনিংস খেলে আউট হন আথানাজে। ছোঁয়া হয়নি সেঞ্চুরিটা।

৪ উইকেট নেন মহারাজ (একদম ডানে)। 

বাকি সময়টায় কোনো বিপদ হতে দেননি জেসন হোল্ডার এবং জশুয়া ডা সিলভা। ৫৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান তোলার পর দিনের খেলা শেষ হয়। ৭৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন হোল্ডার। অন্যদিকে জশুয়া ১০ বলে ২ রান করে টিকে ছিলেন। ম্যাচ হয় ড্র।

 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট তোলেন কেশভ মহারাজ। ১ উইকেট নেন কাগিসো রাবাদা।  


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.