বোলিং পরামর্শক হিসেবে কাজ চালিয়ে যাবেন অ্যান্ডারসন
পাকিস্তান এবং নিউজিল্যান্ড সিরিজেও ইংল্যান্ড দলের সাথে কাজ করবেন অ্যান্ডারসন।

বোলিং পরামর্শক হিসেবে কাজ চালিয়ে যাবেন অ্যান্ডারসন
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-09-06T22:15:02+06:00
আপডেট হয়েছে - 2024-09-06T22:15:32+06:00
অবসরের পর থেকেই ইংল্যান্ড দলের বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন জেমস অ্যান্ডারসন। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজে কাজ করার কথা ছিল অ্যান্ডারসনের। এবার চলতি বছরের শেষ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইসিবি। অর্থাৎ আগামী পাকিস্তান এবং নিউজিল্যান্ড সিরিজেও ইংলিশদের বোলিং পরামর্শকের দায়িত্বে দেখা যাবে অ্যান্ডারসনকে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানান ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। সিরিজের বাকি দুই ম্যাচ এবং চলমান শ্রীলঙ্কা সিরিজের জন্য বোলিং পরামর্শক হিসেবে দলের সাথে থেকে যান তিনি। লঙ্কা সিরিজ শেষেও বোলিং পরামর্শকের দায়িত্বে দেখা যাবে তাকে। আগামী অক্টোবরে পাকিস্তান সিরিজ এবং নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে ইংলিশদের বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন অ্যান্ডারসন।
আপাতত ২০২৪ সালের শেষ পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট দলের সাথে কাজ করবেন অ্যান্ডারসন। ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে কোনো টেস্ট নেই। সেক্ষেত্রে সাদা বলের দলের দায়িত্বও পেয়ে যেতে পারেন অ্যান্ডারসন। বিশেষ করে এতদিন টেস্ট দলের প্রধান কোচ থাকা ব্রেন্ডন ম্যাককালাম সাদা বলের দলেরও প্রধান কোচের দায়িত্ব নেওয়ায় অ্যান্ডারসনেরও সাদা বলের কোচিং স্টাফে থাকার সম্ভাবনাটা অনেকখানি বেড়েছে।
কিছুদিন আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ইঙ্গিত
দিয়েছিলেন অ্যান্ডারসন। যদিও সাদা বলের ক্রিকেটে অ্যান্ডারসন সর্বশেষ খেলেছিলেন
২০১৯ সালে। ২০১৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন অ্যান্ডারসন,
ল্যাঙ্গাশায়ারের হয়ে ন্যাটওয়েস্ট ব্লাস্টের ফাইনাল ম্যাচে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।