██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করলেন মাসাকাদজা

ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করলেন মাসাকাদজা

প্রকাশিত হয়েছে - 2024-03-09T11:47:53+06:00

আপডেট হয়েছে - 2024-03-09T11:50:33+06:00

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগত্য অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতেও ব্যর্থ হয়েছিল দলটি। জিম্বাবুয়ে দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থতার কারণ হিসেবে জিম্বাবুয়ের ক্রিকেট পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন হ্যামিল্টন মাসাকাদজা।

আন

দীর্ঘদিন যাবত জিম্বাবুয়ে ক্রিকেটকে খেলোয়াড় হিসেবে সেবা দিয়েছেন মাসাকাদজা। তারপর পান বোর্ডের দায়িত্ব। ২০১৯ সালের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরপরই এই দায়িত্ব নেন মাসাকাদজা। পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেও জিম্বাবুয়ে ক্রিকেটের বিভিন্ন পদে তিনি জড়িত থাকবেন বলেও জানিয়েছে বোর্ড।

পদত্যাগপত্রে মাসাকাদজা লিখেছেন, 'আমাদের ক্রিকেটের সফলতা-ব্যর্থতা এবং আমার দায়িত্ব ও সফলতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার মেয়াদে অনেক অগ্রগতি হয়েছে, বাস্তবতা হল আমরাই একমাত্র পূর্ণ সদস্য দেশ যারা উগান্ডার কাছে শোচনীয় পরাজয়ের পরে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছি না।"

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

"এটা প্রকৃতপক্ষে আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিকগুলোর একটি এবং আমি ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে পুরো দায় নিচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল এবং আমি জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি এবং ২০২৬ সালে পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজনের জন্য সংস্থাটি ভিন্ন ক্ষমতায় সেবা করতে আগ্রহী।"

উল্লেখ্য, মাসাকাদজার চার বছরের মেয়াদে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল এবং সুপার টুয়েলভে পৌঁছেছিল। তিনি দেশটিতে জাতীয় প্রিমিয়ার লীগ এবং জিম আফ্রো টি-১০ লিগের পাশাপাশি দুটি মহিলা প্রাদেশিক প্রতিযোগিতা, ফিফটি-ফিফটি চ্যালেঞ্জ এবং মহিলা টি-টোয়েন্টি কাপের মতো নতুন টুর্নামেন্ট প্রবর্তনে সহায়ক ভূমিকা পালন করেছিলেন।

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, 'ক্রিকেট কিংবদন্তি হিসেবে হ্যামিল্টনের মর্যাদা নিয়ে কোনো সন্দেহ নেই এবং মাঠে ও মাঠের বাইরে খেলাধুলায় তার অপরিসীম অবদানের জন্য আমরা তার কাছে ঋণী। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের চিহ্নিতকরণ, বিকাশ এবং প্রস্তুত করার ভিত্তি নিশ্চিত করার জন্য তার সর্বস্ব দিয়েছেন।"

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.