██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বড় সংগ্রহের পরও বাংলাদেশ লিজেন্ডসের ৮ উইকেটের হার

কিউই ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে জয় বঞ্চিত হতে হয় বাংলাদেশকে। কিউই লিজেন্ডসের কাছে ৮ উইকেটে হার মানতে হয়েছে টাইগারদের।

বড় সংগ্রহের পরও বাংলাদেশ লিজেন্ডসের ৮ উইকেটের হার
Adnan Ahmed

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2022-09-17T20:38:23+06:00

আপডেট হয়েছে - 2022-09-17T20:46:47+06:00

খেলার সারসংক্ষেপ

  • দ্বিতীয় ম্যাচেও পরাজিত বাংলাদেশ লিজেন্ডস।
  • নিউজিল্যান্ড লিজেন্ডসের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।
  • রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজিত বাংলাদেশ লিজেন্ডস। বৃষ্টির বাঁধায় ১১ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করতে নেমে ধীমান ঘোষ ও অলক কাপালির ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৯৮ রানের বড় পুঁজি পায় টাইগাররা। তবে কিউই ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে জয় বঞ্চিত হতে হয় বাংলাদেশকে। কিউই লিজেন্ডসের কাছে ৮ উইকেটে হার মানতে হয়েছে টাইগারদের।

    সহজ জয় পেল নিউজিল্যান্ড লিজেন্ডস। 

    কিউই ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার অ্যান্টন ডেভসিসকে ডলার মাহমুদের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান আব্দুর রাজ্জাক। ডেভসিস আউট হওয়ার আগে ৬ বল থেকে ২ রান করেন। আরেক ওপেনার জেমি হাউকে সাজঘরে ফেরান অলক কাপালি। হাউ ১৭ বলে ১টি চার ও দুইটি ছক্কায় ১৭ বল থেকে ২৬ রান করেন।

    এরপর ডিন ব্রনলি ও অধিনায়ক রস টেলর কিউইদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ব্রনলি ১৯ বল থেকে থেকে করেন ৩১ রান। আর টেলর ১৭ বলে ৩টি ছক্কায় করেন ৩০ রান। ফলে ৮ উইকেটের সহজ জয় পায় নিউজিল্যান্ড।

    বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

    এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ লিজেন্ডসের ধীমান ও অলক মিলে ৮৩ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ে তোলেন। ধীমান ৩২ বল থেকে তিনটি চার ও একটি ছক্কায় করেন ৪১ রান। আর ২১ বলে ৩টি চার ও দুইটি ছক্কায় ৩৭ রান করেন আরেক অপরাজিত ব্যাটার কাপালি।

    এই অপরাজিত জুটির ওপর ভর করে ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ লিজেন্ডস। তবে বোলিংয়ে নেমে ভালো করতে না পারায় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

    সংক্ষিপ্ত স্কোরকার্ড -

    বাংলাদেশ লিজেন্ডস : ৯৮/৩ (১১ ওভার)
    ধীমান ৪১*, অলক ৩৭*
    মিলস ২/১১

    নিউজিল্যান্ড লিজেন্ডস : ৯৯/২ (৯.৩ ওভার)
    ব্রনলি ৩১*, টেলর ৩০*
    রাজ্জাক ১/১২

    ফল : নিউজিল্যান্ড লিজেন্ডস ৮ উইকেটে জয়ী।

    বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

    বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

    একটি মন্তব্য করতেলগইনঅথবা

    More

                    ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                    ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                    ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                    ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                    ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                     ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
    
    Developed By Coder71 Ltd.