ভারতের কাছ থেকে পাকিস্তানকে শিখতে বললেন কামরান
ভারতের কাছ থেকে পাকিস্তানকে শিখতে বলছেন কামরান।

ভারতের কাছ থেকে পাকিস্তানকে শিখতে বললেন কামরান
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-09-23T17:32:02+06:00
আপডেট হয়েছে - 2024-09-23T17:32:02+06:00
কিছুদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই বাংলাদেশকেই এবার ঘরের মাঠের টেস্ট ম্যাচে উড়িয়ে দিয়েছে ভারত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কামরান আকমল।
ঘরের মাটিতে চেনা কন্ডিশনে বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটিতেই টাইগারদের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। বাংলাদেশের কাছে হতে হয়েছে বাংলাওয়াশ। সব মিলিয়ে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ফর্মটা ভালো যাচ্ছে না পাকিস্তানের। ঘরের মাঠের সর্বশেষ ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। ৬ হারের সাথে ড্র করেছে ৪টি। সর্বশেষ বাংলাদেশ সিরিজে হারার পর আরও একবার সমালোচনায় বিদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা, বাদ যায়নি পিসিবিও।
এবার ভারতের কাছে সেই বাংলাদেশের হারের পর ভারত থেকে পাকিস্তানকে শিখতে বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে, পেশাদারিত্ব, খেলা সংক্রান্ত নানা ব্যাপারে বিসিসিআইয়ের কাছ থেকে শেখা উচিত পিসিবির।
নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে কামরান আকমল বলেন, ‘পিসিবির উচিত বিসিসিআইয়ের থেকে শেখা, তাদের পেশাদারিত্ব, তাদের দল, নির্বাচক, অধিনায়ক ও কোচের কাছ থেকে শিক্ষা নেওয়া। এই বিষয়গুলোই একটি দলকে এক নম্বর করে তোলে এবং তারা বিশ্বে আধিপত্য বিস্তার করে। আমরা যদি এতই ভালো হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেট এখানে থাকত না। আপনাদের (পিসিবি) অহংকারের কারণেই পাকিস্তান ক্রিকেট ভুগছে।’
ভারতের বিপক্ষে ২ টেস্ট এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।