মার্শালের শতকে চড়ে অগ্রণী ব্যাংকের দাপুটে জয়
এবারের ডিপিএলে প্রথম জয় পেল অগ্রণী ব্যাংক।

মার্শালের শতকে চড়ে অগ্রণী ব্যাংকের দাপুটে জয়
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2023-03-22T18:04:12+06:00
আপডেট হয়েছে - 2023-03-22T18:04:12+06:00
ডিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্শাল আইয়ুব। আর তার শতকের সুবাদে সহজ জয় তুলে নিয়েছে তার দল অগ্রণী ব্যাংক। ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ১২১ রানের বিশাল জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্শাল আইয়ুব।
বিকেসপিতে টসে জিতে অগ্রণী ব্যাংককে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা লিওপার্ডস। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খায় অগ্রণী ব্যাংক। দলের ২০ রানের মাথায় আউট হন ওপেনার আজমির আহমেদ। তিনে নামা মোহাম্মদ ফাহিমও খুব একটা সুবিধা করতে পারেননি। ১৯ বলে ১৭ রানের ইনিংস খেলে দলীয় ৪৪ রানের মাথায় বিদায় নেন তিনি।
এরপরই ক্রিজে জমে যান চারে নামা অধিনায়ক মার্শাল আইয়ুব এবং টিকে থাকা ওপেনার সাদমান ইসলাম। ব্যাট হাতে দুজনই ছিলেন বেশ সাবলীল। দুজনে দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর বিপদটা কাটানোর চেষ্টা করছিলেন। দলের বোর্ডে রানও উঠছিল বেশ ভালোভাবেই। সাদমান কিছুটা সাবধানী হলেও চালিয়ে খেলছিলেন মার্শাল। একটা সময় গিয়ে ফিফটি তুলে নেন দুজনই। সাদমান ফিফটি পেরিয়ে কিছুক্ষণ পর থামেন। তবে আউট হওয়ার আগে মার্শালের সাথে ১০১ রানের দুর্দান্ত এক জুটি গড়েন তিনি। দলের ১৪৫ রানের মাথায় ১০৪ বলে ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান সাদমান।
এরপর দলের ইনিংসটাকে টেনেছেন মার্শাল। শেষ দিকে ২-১ জন ব্যাটার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। আগ্রাসী ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারেও পৌঁছে যান তিনি। একদম শেষ ওভারে গিয়ে আউট হওয়ার আগে ১০৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। এছাড়া আজিম নাজির কাজী খেলেন ৩৬ বলে ২৮ রানের ইনিংস। ৮ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন জাহিদ জাভেদ। শেষমেশ ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় অগ্রণী ব্যাংক।
লিওপার্ডসের হয়ে ৩ উইকেট শিকার করেন সালাউদ্দিন শাকিল। এছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ সোহেল রানা এবং চতুরঙ্গ ডি সিলভা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ নড়বড়ে হয়েছে লিওপার্ডসের। উদ্বোধনী জুটি ১০ ওভার টিকলেও রান আসে মাত্র ৩৯। ২৮ বলে ১৭ রানের ইনিংস খেলেন পিনাক ঘোষ। এছাড়া মোহাম্মদ সাব্বির হোসেন করেন ৩৬ বলে ২১ রান।
শুরুর সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি লিওপার্ডসের ব্যাটাররা। একের পর এক উইকেটের পতনের ফলে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় লিওপার্ডস। ২৪ বলে ৩১ রানের ইনিংস খেলা মইন খান যদিও কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। বাকি ব্যাটারদের প্রায় সবাই ছিলেন মোটাদাগে ব্যর্থ। ৩৬.৩ ওভার শেষে ১৩৭ রানের মাথায় অলআউট হয়ে যায় লিওপার্ডস। ফলে ১২১ রানের বিশাল ব্যবধানে হারে তারা। লিওপার্ডসের ব্যাটিং লাইনআপের কেবল পাঁচজন ছুঁতে পেরেছেন দুই অঙ্কের কোটা। আর ৯৪ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়েছে দলটি। বোঝাই যাচ্ছে কতটা হতাশাজনক ছিল তাদের ব্যাটিং।
অগ্রণী ব্যাংকের বোলাররা ভালোই করেছেন। ৩৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ ইলিয়াস। এছাড়া ২ উইকেট নেন আরাফাত সানি। ১টি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি এবং মোহাম্মদ শরিফুল্লাহ।
এই জয়ের ফলে চলতি ডিপিএলে প্রথমবার জয়ের মুখ দেখল অগ্রণী ব্যাংক। ৩ ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের ৭ম স্থানে রয়েছে তারা। অন্যদিকে ৩ ম্যাচ খেললেও এখনও জয়ের মুখ দেখতে পারেনি লিওপার্ডস। ২ ম্যাচে হেরেছে এবং ১ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। অবস্থান করছে টেবিলের ৯ নম্বরে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।