মুস্তাকিম-সাদের প্রশংসায় লিটন, উপহার দেবেন গ্লাভস
দুই তুরণ ক্রিকেটার মুস্তাকিম ও সাদকে গ্লাভস উপহার দেবেন লিটন

তালহা তানীমEditor
প্রকাশিত হয়েছে - 2025-03-18T23:12:59+06:00
আপডেট হয়েছে - 2025-03-18T23:14:40+06:00
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে অসাধারণ এক কীর্তি গড়েছেন মুস্তাকিম হাওলাদার। স্বীকৃত ক্রিকেটে ৪০৪ রান করে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার। এই ক্রিকেটার ছাড়াও ২৫৬ রানের ইনিংস খেলেছেন সাদ পারভেজ, বল হাতেও শিকার করেছেন ৪ উইকেট। এই দুই ক্রিকেটারকে গ্লাভস উপহার দেবেন লিটন দাস। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দারুণ পারফরম্যান্স করেছেন মুস্তাকিম ও সাদ
আজ ক্যামব্রিয়ান স্কুলের হয়ে সেন্ট গ্রেগরিস স্কুলের বিরুদ্ধে বড় কীর্তি গড়েন মুস্তাকিম। ১৭০ বলের ইনিংসে ৫০টি চার প ২২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে ১২৪ বলে ২৫৬ রান করেছেন সাদ পারভেজ। পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করে সেন্ট গ্রেগরিসকে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন সাদ। সাদ ও মুস্তাকিম একসাথে ৬৯৯ রানের জুটি গড়েন।
এই দুই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন লিটন। নিজের ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, " স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের উন্নতি দেখতে পারাটা দারুণ! মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান এবং সাদ পারভেজের ২৫৬ রান + ৪ উইকেট - অসাধারণ!"
দুই ক্রিকেটারের মধ্যে সাদ লিটনের ব্যাটিংয়ের ভক্ত। দুই ক্রিকেটারকে গ্লাভস উপহার দিয়েছেন লিটন। এ নিয়ে তিনি লিখেছেন, " সাদ আমার ব্যাটিংয়ের প্রশংসা করে জেনে ভালো লাগছে। ভালোবাসার নিদর্শন হিসেবে, আমি তাকে এবং মুস্তাকিমকে আমার দুইটি গ্লাভস দেব। আশা করি এটি ভবিষ্যতের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে এবং এগিয়ে যাও!"
স্বীকৃত ক্রিকেটে এমন রানবন্যার নজির নেই তো বটেই, দেশের যে কোনো পর্যায়ের ক্রিকেটেই ব্যক্তিগত ৪০০ বা দলীয় ৭০০ রান বিরল। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে মঙ্গলবার প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় দেখা গেল এমন অবিশ্বাস্য কীর্তি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।