মুস্তাফিজের বাদ পড়ার দিনেই কি অভিষেক হবে লিটনের?
২০ এপ্রিল মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

তাহসিনা জামানEditor
প্রকাশিত হয়েছে - 2023-04-19T20:41:29+06:00
আপডেট হয়েছে - 2023-04-19T20:41:29+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২৮তম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। এই দুই দলে আছেন দুইজন বাংলাদেশি ক্রিকেটার। ফলে এই ম্যাচটিতে চোখ থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে দুইটি ম্যাচ খেললেও লিটন এখনো সুযোগ পাননি। দিল্লি-কলকাতা মুখোমুখি ম্যাচে দুইজনের দুইরকম ভাগ্য বরণ করতে হতে পারে।
জাতীয় দলের খেলার কারণে আসরের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেননি লিটন। কিছুটা দেরিতে যোগ দিয়েছেন দলের সাথে। কিন্তু এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। অবশ্য লিটনকে না খেলার প্রস্তাবও দিয়েছিল কলকাতা। দলের সাথে যোগ দিতে দেরি হওয়ার কারণেই এই অনাকাঙ্ক্ষিত প্রকাশ পেয়েছিলেন তিনি। সেই সময়ে জেসন রয়কে দলে ভিড়িয়ে ফলে কলকাতা। তবে লিটন দল ছাড়েননি।
কলকাতার একাদশে চার বিদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাচ্ছে রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং লকি ফার্গুসন বা টিম সাউদিকে। নারাইন ও রাসেলের জায়গা একাদশে পুরো আসর জুড়েই পাকা বলা চলে। পেস বোলিং অপশনে ফার্গুসন আর সাউদিকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে কলকাতা। আর সবগুলো ম্যাচেই সুযোগ পেয়েছেন গুরবাজ।
লিটনের একাদশে ঢোকার জন্য দরকার কোনো বিদেশি ক্রিকেটারের বাজে পারফরম্যান্স বা কোনো কারণে বাদ পড়া। গুরবাজ শুরুটা ভালো করলেও শেষ তিনটি ম্যাচে তার স্কোর যথাক্রমে, ১৫, ০ ও ৮। টানা তিন ম্যাচে ব্যর্থতার কারণে পরবর্তী ম্যাচে গুরবাজের বাদ পড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সুযোগ আসতে পারে লিটনের সামনে। অবশ্য কলকাতার বেঞ্চে বসে আছেন রয়ও।
গুরবাজের বদলে লিটনকে একাদশে নিলে উইকেটরক্ষকও পেয়ে যাবে কলকাতা। কারণ গুরবাজও উইকেটরক্ষক হিসেবেই খেলেন। কিন্তু লিটন না পেয়ে গুরবাজের বদলে রয় সুযোগ পেলে তিনি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। সেক্ষেত্রে কলকাতায় আছেন দেশি ক্রিকেটার নারায়ণ জগদীশন। তিনিও উইকেটরক্ষক। অর্থাৎ লিটনের লড়াই মূলত গুরবাজ ও রয়ের সাথেই।
অপরদিকে, চলতি আসরে দুইটি ম্যাচ খেলে ফেলেছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে চার ওভারে ৩৮ রান খরচ করেন তিনি। পেয়েছিলেন একটি উইকেট। পরের ম্যাচে তিন ওভারেই খরচ করেন ৪১ রান। ফলে মুস্তাফিজের ওপর ভরসা হারান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। চার ওভারের কোটা পূরণই করাননি মুস্তাফিজকে দিয়ে।
টানা দুই ম্যাচে ব্যর্থতার পর মুস্তাফিজের আবারো একাদশ থেকে বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে। দলের চতুর্থ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে না পেরে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন মুস্তাফিজ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।