██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মুস্তাফিজের যে কীর্তি এখনও অক্ষুণ্ণ আইপিএলে

মুস্তাফিজের যে কীর্তি এখনও অক্ষুণ্ণ আইপিএলে
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2025-04-06T10:32:31+06:00

আপডেট হয়েছে - 2025-04-06T17:08:25+06:00

রেকর্ড গড়ার লক্ষ্য কার না থাকে! তার ওপর যদি রেকর্ডটা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বিশ্বের বড় বড় সব তারকার অভয়ারণ্য আইপিএল। সেই আইপিএলে একটা কীর্তি বছরের পর বছর ধরে দখল করে আছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে নিজের অভিষেক আসরেই মুস্তাফিজ যে কীর্তি গড়েছিলেন, তা এখন পর্যন্ত ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো আইপিএল খেলেন ২০১৬ সালে। ২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে স্বপ্নের মতো অভিষেক হয় তার। সেই পারফরম্যান্স দেখে তাকে ২০১৬ আইপিএলে দলভুক্ত করে সানরাইজার্স হায়দরাবাদ। নিজের প্রথম আসরেই মুস্তাফিজ হয়ে ওঠেন দলের তুরুপের তাস। ভীষণ প্রয়োজনের সময়টায় দলকে উইকেট এনে দিতেন, সেই সাথে আঁটসাঁট বোলিং তো আছেই। তার কাঁধে ভর করে সেবার আইপিএলের শিরোপা জেতে হায়দরাবাদ, যা এখন পর্যন্ত দলটির একমাত্র শিরোপা।

আর এই পারফরম্যান্সে মুস্তাফিজ পান ইমার্জিং প্লেয়ার বা আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। সে সময় মুস্তাফিজ একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই এওয়ার্ড পেয়েছিলেন। মজার বিষয় হল, এখনও একমাত্র অভারতীয় ক্রিকেটার মুস্তাফিজ, যিনি আইপিএলে এই খেতাবের মালিক।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে




এখন পর্যন্ত যে ১৬টি আসর মাঠে গড়িয়েছে তার ১৪টি আসরেই ভারতীয় কেউ না কেউ জিতেছেন ইমার্জিং প্লেয়ারের এওয়ার্ড। শুধু মুস্তাফিজই বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন ২০১৬ সালে। ২০০৮ সালে প্রথম আইপিএলে ইমার্জিং প্লেয়ার এওয়ার্ড পান শ্রীবৎস গোস্বামী। ২০০৯ সালে এই খেতাব ওঠে রোহিত শর্মার হাতে। এছাড়া ২০১০ সালে সৌরভ তিওয়ারি, ২০১১ সালে ইকবাল আব্দুল্লা, ২০১২ সালে মানদ্বীপ সিং ২০১৩ সালে স্যাঞ্জু স্যামসন পান উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

মুস্তাফিজ এই এওয়ার্ড জেতার আগের দুই আসরে এই খেতাব পান অক্ষর প্যাটেল শ্রেয়াস আইয়ার। মুস্তাফিজের পর ২০১৭ সালে বাসিল থাম্বি, ২০১৮ সালে রিশভ পান্ট, ২০১৯ সালে শুবমান গিল ২০২০ সালে দেবদূত পাডিকাল হন আইপিএলের উদীয়মান ক্রিকেটার। ২০২১ সালে রুতুরাজ গাইকোয়াদ, ২০২২ সালে উমরান মালিক ২০২৩ সালে যশস্বী জাইসওয়াল পান ইমার্জিং ক্রিকেটারের খেতাব। সর্বশেষ ২০২৪ সালে এই কীর্তি গড়েন নিতিশ কুমার রেড্ডি।

মুস্তাফিজের মতো পেসারদের জন্য আইপিএলের ইমার্জিং প্লেয়ার এওয়ার্ড যেন সোনার হরিণ। তিনি ছাড়া আর মাত্র জন পেসার এই খেতাব জিতেছেন। একজন ২০২২ আসরের উদীয়মান ক্রিকেটার উমরান মালিক,  যিনি আসরে ১৪ ম্যাচে ২২ উইকেট শিকার করেন। ২০১৭ আইপিএলে ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করে বাসিল থাম্পি পান এই এওয়ার্ড। আর মুস্তাফিজুর রহমান ২০১৬ সালে ১৬ ম্যাচে উইকেট শিকার করেছিলেন ১৭টি, মাত্র .৯০ ইকোনমি রেটে।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.