মেন্টরের দায়িত্ব নিয়ে কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন গম্ভীর
নিজের পুরনো ঠিকানায় ফিরছেন গম্ভীর।

মেন্টরের দায়িত্ব নিয়ে কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন গম্ভীর
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2023-11-22T16:18:33+06:00
আপডেট হয়েছে - 2023-11-22T16:18:33+06:00
কলকাতা নাইট রাইডার্সে ফিরছেন গৌতম গম্ভীর। নিজের খেলার পাঠ চুকিয়ে ফেলা গম্ভীর এবার কলকাতার ডেরায় ফিরছেন মেন্টরের দায়িত্ব নিয়ে। কেকেআর ফ্র্যাঞ্চাইজি আজ (২২ নভেম্বর) গম্ভীরের মেন্টর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
একসময় কলকাতার অধিনায়ক গম্ভীর এবার মেন্টরের দায়িত্বে। ফাইল ছবি
কলকাতা নাইট রাইডার্সের সাথে গম্ভীরের পথচলা দীর্ঘদিনের। ২০১১ সালে কলকাতায় ক্রিকেটার হিসেবে যোগ দেন গম্ভীর। ২০১৭ সাল পর্যন্ত ছিলেন কলকাতার দলে। তার নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছিল কলকাতা। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে এখনও পর্যন্ত সব আসরে অংশ নেওয়া কলকাতা শিরোপা জিতেছে সেই দুইবারই।
গম্ভীরের নেতৃত্বে সাত মৌসুমের মধ্যে পাঁচবারই প্লে-অফে যেতে পেরেছিল কলকাতা। বর্তমানে বিলুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ২০১৪ সালের আসরে ফাইনালেও খেলেছিল গম্ভীরের কলকাতা। দলটি সর্বশেষ ফাইনাল খেলে ২০২১ সালের আসরে, সেখানে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় কলকাতাকে। ২০২২ এবং ২০২৩ সালের আসরে সপ্তম হয়ে বিদায় নিয়েছে কেকেআর।
দলে সুদিন ফেরাতেই তাই গম্ভীরের দ্বারস্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের ফেরা প্রসঙ্গে দলটির সহমালিক শাহরুখ খান জানিয়েছেন, ‘গৌতম সবসময়ই এই পরিবারের সদস্য ছিল এবং এখানে আমাদের অধিনায়ক ঘরে ফিরছে নতুনভাবে মেন্টরের দায়িত্ব নিয়ে। তাকে আমরা অনেক মিস করেছি এবং এখন আমরা চান্দু (চন্দ্রকান্ত পণ্ডিত) স্যার এবং গৌতমের দিকে তাকিয়ে আছি দলের মাঝে হার না মানা এবং স্পোর্টসম্যানশিপের মানসিকতা ফিরিয়ে আনার জন্য। এভাবেই টিম কেকেআরের সাথে জাদুকরী মুহূর্ত তৈরি করা যাবে।’
কেকেআর শিবিরে ফিরছেন গম্ভীর। ফাইল ছবি
গম্ভীর নিজেও কেকেআরে ফিরতে পেরে বেশ খুশি। তিনি জানিয়েছেন, ‘আসলে আমি আবেগপ্রবণ কোনো মানুষ নই এবং খুব বেশি জিনিস আমাকে টলাতে পারে না। তবে এটি ভিন্ন জিনিস। এটা হল সেখানে ফিরে যাওয়া যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। বেগুনি সোনালি জার্সিতে আবারও ফেরার অনুভূতি আমাকে অনেক উচ্ছ্বসিত করেছে।’
আইপিএলের আগামী মৌসুম থেকেই কলকাতার সাথে কাজ শুরু করবেন গম্ভীর। বর্তমানে কেকেআরের সাপোর্ট স্টাফে আছেন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সহকারী কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ জেমস ফস্টার, বোলিং কোচ ভারত অরুন এবং ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।