যুব বিশ্বকাপ খেলা জিসানকে দলভুক্ত করল চট্টগ্রাম

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-02-11T18:21:26+06:00
আপডেট হয়েছে - 2024-02-11T18:21:26+06:00
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ করে এসে সতীর্থরা যখন নিজেদের মতো সময় কাটাচ্ছেন, তরুণ ক্রিকেটার জিসান আলম তখন মনোযোগ দিচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। মাত্র যুব বিশ্বকাপ খেলে আসা এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগে স্বাগতিক দলে যোগ দিচ্ছেন ১৯ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার। [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বাংলাদেশ সুপার সিক্সে উঠলেও যুব বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছেন জিসান আলম। ফাইল ছবি
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দেওয়ার ব্যাপারে বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন জিসান নিজেই। এছাড়া ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে জিসানকে দলে নেওয়ার ব্যাপারে। জিসানকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে নান্দইক পোস্টারও।
নারায়ণগঞ্জের এই ক্রিকেটার ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিংও করেন। তার বাবা জাহাঙ্গীর আলম বাংলাদেশের হয়ে নব্বই দশকের শেষভাগে তিনটি ওয়ানডে খেলেছেন। জিসানের এখন পর্যন্ত ৯টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে একটি ম্যাচে পান অর্ধশতকের দেখা, নেপালের বিপক্ষে।
বিপিএলে এবারো জিসানদের মতো তরুণদেরই গুরুত্ব দিয়েছে চট্টগ্রাম। তাতে ফলাফলও খুব একটা মন্দ নয়। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে ১০ পয়েন্টধারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থান তৃতীয় স্থানে। চট্টগ্রাম পর্বে যে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে, তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাফল্যের ধারা অক্ষুণ্ণ রাখার দায়ভারটা এখন জিসানের উপরও বর্তায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।