রাঁচি টেস্টে বোলিংয়ে ফিরতে পারেন স্টোকস
রাঁচিতে দেখা যেতে পারে অলরাউন্ডার স্টোকসকে।

রাঁচি টেস্টে বোলিংয়ে ফিরতে পারেন স্টোকস
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-02-21T12:28:07+06:00
আপডেট হয়েছে - 2024-02-21T12:28:07+06:00
রাঁচি টেস্টেই কি তবে ফিরছেন অলরাউন্ডার বেন স্টোকস? নিশ্চিত না হওয়া গেলেও সম্ভাবনা জেগেছে এবং তা বেশ ভালোভাবেই। বোলিং নিয়ে বেশ জোরেশোরেই কাজ করছেন স্টোকস, উন্নতিও হচ্ছে দ্রুত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বোলিংয়ে ফিরতে পারেন স্টোকস। ছবি : গেটি ইমেজস
গত বছরের জুনে অ্যাশেজের লর্ডস টেস্টে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করেছিলেন বেন স্টোকস। এরপর ওয়ানডের অবসর ভেঙে ফিরে বিশ্বকাপে খেলেছেন শুধু ব্যাটার হিসেবে। ভারত সফরের আগে হাঁটুতে করিয়েছেন অস্ত্রোপচার। তবে সফরের বেশিরভাগ সময়জুড়ে বোলিং নিয়ে বেশ ভালোভাবেই কাজ করে গেছেন তিনি। বিশাখাপাটনাম টেস্টের আগে অনুশীলনে বোলিং করা শুরু করেন স্টোকস, রাজকোটে যা চলেছে একদম পুরোদমে। ফলে প্রশ্ন উঠছে, রাঁচি টেস্টে কি দেখা যাচ্ছে অলরাউন্ডার স্টোকসকে?
বোলিং প্রসঙ্গে সরাসরি কোনো সিদ্ধান্ত জানাননি স্টোকস। তিনি জানিয়েছেন, ‘আমি হ্যাঁ-ও বলছি না, আবার না-ও বলছি না। আমি আসলে বেশিরভাগ ব্যাপারে আশাবাদী থাকতে পছন্দ করি। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা মেডিকেল দলের সাথে হবে যে আমি কতটা ওয়ার্কলোড নিচ্ছি যেন বেশি ঝুঁকি নিয়ে না ফেলি।’
স্টোকস আরও বলেন, ‘এখানে অনুশীলনে এক দিন আমি শতভাগ দিয়ে বোলিং করতে পেরেছি যার ফলে আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছিল আমি ম্যাচে বোলিং করতে পারব তবে বিষয়টা বোকামি হত।’
অধিনায়কের বোলিং করার ব্যাপারে ইংলিশদের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, ‘বিষয়টি ভালো যে সে (স্টোকস) এমন একটি অবস্থায় যাচ্ছে যেখানে সে বোলিং করার চিন্তা করছে। কিন্তু বেন চালাক, সে অনেক চালাক আসলে। সে ততক্ষণ পর্যন্ত বোলিং করবে না যতক্ষণ না পর্যন্ত সে মনে করবে সে বোলিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। সমস্যা হবে সে কোনো স্পেল শুরু করে যদি তা থেকে বের না হতে পারে তখন। দেখা যাক কী ঘটে।’
ম্যাককালাম আরও জানান, ‘যদি সে আটকে যায় তখন আমাদের দেখতে হবে সমস্যাটি কোথায় এবং সেখান থেকে তাকে বের করে আনতে হবে। কিন্তু এটা একটি ভালো লক্ষণ।’
আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে মাঠে গড়াবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।