██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রোহিত অধিনায়ক ও ব্যাটার হিসেবে যথেষ্ট সাফল্য পায়নি : উথাপ্পা

সে কারণেই হার্দিককে নেতৃত্ব দিয়েছে মুম্বাই, এমনটাই মত ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার

রোহিত অধিনায়ক ও ব্যাটার হিসেবে যথেষ্ট সাফল্য পায়নি : উথাপ্পা

প্রকাশিত হয়েছে - 2024-04-20T15:33:42+06:00

আপডেট হয়েছে - 2024-04-20T15:33:42+06:00

রোহিত শর্মাকে সরিয়ে এ বছর মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্বভার সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। গুজরাটকে দুই মৌসুম নেতৃত্ব দিয়ে একবার শিরোপা ও অন্যবার ফাইনালে তোলা হার্দিক মুম্বাইয়ে ফিরে দলের বাজে পারফরম্যান্সের সাথে নিজেও বির্বণ। অনেকে প্রশ্ন তুলছেন হার্দিকের নেতৃত্ব নিয়ে যার উত্তর বের করেছেন রবিন উথাপ্পা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

রোহিত শর্মা 

চার মাস আগে রোহিতকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দেয় মুম্বাই। মুম্বাইকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ভারতেরও সব ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা। তবুও কেন হার্দিককে দেয়া হলো নেতৃত্ব? উত্তর খুঁজে বের করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। উথাপ্পার মতে, তিনটি ক্ষেত্র ধরে পুরো পরিস্থিতিকে বিবেচনা করতে হবে। প্রথমত মুম্বাই ইন্ডিয়ান্স, দ্বিতীয়ত হার্দিক পান্ডিয়া এবং তৃতীয়ত সাবেক অধিনায়ক রোহিত শর্মা। 

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

উথাপ্পা জানান পন্টিংকে সরিয়ে মুম্বাইয়ের নেতৃত্ব পেয়েছিলেন রোহিত শর্মা যে সিদ্ধান্ত সবাই সাদরে গ্রহণ করেছিল। উথাপ্পা বলেন, “ হার্দিক তাদের আবিষ্কার। তারা তাকে পরিচর্যা করেছে। তাই তারা একজন খাটি মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় নেতৃত্ব দিয়েছে। রোহিত যখন পন্টিংয়ের কাছ থেকে আসরের মাঝপথে নেতৃত্ব পেয়েছিল হরভজন, টেন্ডুলকার, পন্টিং সবাই তাকে সমর্থন দিয়েছে।”



উথাপ্পা বলেন, রোহিত গত দুই-তিন বছর ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন না এবং মুম্বাই ২০২০ সালের পর শিরোপা জেতেনি।


“ গত চার বছরে, পরিসংখ্যানগত দিক থেকে রোহিতের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ফ্র্যাঞ্চাইজির দিক থেকে দেখলে তারা গত তিন বছর শিরোপা জেতেনি। রোহিত ৩০০ এর কম রান করেছে (এক মৌসুমে)। তাই সেখানে ব্যাটার হিসেবে এবং অধিনায়ক হিসেবে সাফল্যের ঘাটতি রয়েছে।”



২০১৯ আসরের পর থেকে আইপিএলে চার শতাধিক রান করতে পারেননি রোহিত। ২০২২ আসরে মাত্র ১৯ গড়ে ২৬৮ রান করেন রোহিত। মুম্বাই আইপিএল ইতিহাসে প্রথমবার মাত্র দুই জয় নিয়ে সবার নিচে থেকে মৌসুম শেষ করে। পরের বার প্লে-অফে খেললেও রোহিতের পারফরম্যান্স তার মানের ছিল না। ১৩২ স্ট্রাইক রেটে ৩৩২ রান করেন এই ডানহাতি ব্যাটার। 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.