র্যাংকিংয়ে মোটির বিশাল লাফ, এগিয়েছেন শাহীন-ইমাদরাও
পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা র্যাংকিংয়ে উন্নতি করেছেন।

র্যাংকিংয়ে মোটির বিশাল লাফ, এগিয়েছেন শাহীন-ইমাদরাও
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-05-29T19:29:39+06:00
আপডেট হয়েছে - 2024-05-29T19:29:39+06:00
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে এগিয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিছুদিন বাদেই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এটিই সর্বশেষ আইসিসির র্যাংকিংয়ের হালনাগাদ। মাঠের ভালো পারফরম্যান্সে র্যাংকিংয়ে উন্নতি করেই বিশ্বকাপে যাচ্ছেন পাকিস্তান, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের একাধিক ক্রিকেটার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
র্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন গুডাকেশ মোটি। ছবি : গেটি ইমেজস
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাংকিংয়ে ১ ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ১ ধাপ এগিয়ে তিনি আছেন ৭ম স্থানে। অন্যদিকে ৫ ধাপ উন্নতি করে ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং আছেন ৮ম স্থানে। ১৭ ধাপ এগিয়েছেন আরেক ক্যারিবিয়ান জনসন চার্লস, রয়েছেন ২০ নম্বরে। ১২ ধাপ উন্নতি করে কাইল মেয়ার্স রয়েছেন ৩১তম স্থানে।
বাটলারের সতীর্থ জনি বেয়ারস্টো ৮ ধাপ এগিয়েছেন, রয়েছেন ৩৬ নম্বরে। এছাড়া পাকিস্তানের ফখর জামান ৬ ধাপ উন্নতি করে উঠেছেন ৫১ নম্বরে।
বোলারদের মধ্যে সবচেয়ে বড় কোপটা মেরেছেন ক্যারিবিয়ান গুডাকেশ মোটি। ৮৪ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ২৭তম স্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৮ উইকেট তুলে সিরিজসেরা হয়েছেন তিনি। এবার পারফরম্যান্সের পুরস্কারটা পেলেন র্যাংকিংয়ে। তার সতীর্থ রোমারিও শেফার্ড ৫ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ২৯তম স্থানে। আরেক ক্যারিবিয়ান ওবেদ ম্যাককয় ১৭ ধাপ এগিয়ে আছেন ৪০ নম্বরে।
ইংল্যান্ডের পেসার রিস টোপলি ১ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৯ম স্থানে। তার সতীর্থ মঈন আলী ২০ ধাপ উন্নতি করে উঠেছেন ৮৭ নম্বরে।
অন্যদিকে পাকিস্তানের তিন বোলার শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং ইমাদ ওয়াসিম র্যাংকিংয়ে উন্নতি করেছেন। ৩ ধাপ এগিয়ে ১১তম স্থানে আছেন শাহীন। অন্যদিকে ২ ধাপ এগিয়ে ২৫ নম্বরে আছেন হারিস। ইমাদ এগিয়েছেন ১৪ ধাপ, রয়েছেন ৩৮তম স্থানে।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন আদিল রশিদ। অন্যদিকে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।