██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

লিটনের ক্লাসে উথাপ্পা-অশ্বিনের মুগ্ধতা

লিটনকে বিশ্ব মানের ক্রিকেটার মনে করেন উথাপ্পা।

লিটনের ক্লাসে উথাপ্পা-অশ্বিনের মুগ্ধতা

লিটনের ক্লাসে উথাপ্পা-অশ্বিনের মুগ্ধতা

প্রকাশিত হয়েছে - 2024-06-01T21:17:11+06:00

আপডেট হয়েছে - 2024-06-01T21:17:11+06:00

বাংলাদেশের ওপেনার লিটন দাস বেশ ক্লাসি এক ক্রিকেটার। এই কথাগুলো লিটনের ক্যারিয়ারে যতবার শোনা গেছে ততবার তিনি দলের জন্য ম্যাচজয়ী পারফরম্যান্স করতে পেরেছেন কিনা তাতেও সন্দেহ আছে। হিসাবটা বেশ পরিষ্কার, নিজের প্রতিভার বেশিরভাগই এখনও দেখাতে পারেননি লিটনের।    [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 

টাইগার ওপেনারের এই প্রতিভা দেখাতে না পারার আক্ষেপ সবার মাঝেই আছে। দেশ ছাড়িয়ে ভারতীয়দের মাঝেও আছে। লিটনের ক্লাসে মুগ্ধ হলেও তার পারফরম্যান্সে তার ছাপ না দেখে বেশ হতাশ দুই ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা এবং রবিচন্দ্রন অশ্বিন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

সম্প্রতি অশ্বিনের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অশ্বিন, উথাপ্পা এবং প্রশন্ন আগরাম যিনি পিডগ নামে পরিচিত। আলোচনার এক পর্যায়ে অশ্বিন বলেন, ‘লিটন একদম ক্লাস প্লেয়ার। আমি যখনই লিটন দাসকে দেখি মনে হয় যে কে তুমি? তুমি কীভাবে এভাবে খেলো? এবং কীভাবে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারছো না? রবিন আপনি লিটন দাসকে নিয়ে কী ভাবেন?

 

জবাবে উথাপ্পা বলেন, ‘(লিটন) দারুণ মানসম্পন্ন ক্রিকেটার। আমার মনে হয় সে বিশ্ব মানের ক্রিকেটার। আমার কাছে মনে হয় তারা যে ইকোসিস্টেমে থাকে যে মানসিকতায় বসবাস করে সেখানে নিজের জায়গা তৈরি করে নিতে হয়। তাহলেই আপনি সেরাদের কাতারে যেতে পারবেন নয়ত দলের অংশ হয়ে থাকতে হবে। বাংলাদেশকে আসলে আমরা কতটা খেলতে দেখি? এখন হয়ত খেলতে দেখছি। আমরা তাদের সফল হতে দেখেছি বাংলাদেশের মাটিতে।’

 

পরে অশ্বিন আবারও লিটনকে নিয়ে বলেন, ‘পুনেতে বিশ্বকাপের ম্যাচে আসলে আমি ভারতের বিপক্ষে কখনও গ্যারি সোবার্সকে ডানহাতি ব্যাট করতে দেখিনি। তবে যদি কেউ আমাকে তখন বলত যে গ্যারি সোবার্স ডান হাতে ব্যাট করছে আমি হয়ত বলতাম হ্যাঁ আপনি সঠিক। উইকেট পড়ছিল যখন জাদেজাও যদি বল করতে সে তখনও মেরে দিত। মনে হচ্ছিল সে পুরো ৫০ ওভার ব্যাট করবে এবং সে আউট হবে না। সে কারণেই হয়ত আউট হয়ে গিয়েছিল।’

 

এরপর পিডগ বলেন, ‘তানজিদ হাসান দারুণ আগ্রাসী একজন ব্যাটার। সে আপনাকে চাপে ফেলতে পারে। তবে আপনি তার উপর বাজি ধরতে পারবেন? আমি জানি না।’

 

পিডগ আরও বলেছেন, ‘লিটন দাস, আমি তাকে দেখেছি ১৫ বলে ২০ রান করতে, ১৫ বলে ২২ রান করতে তবে দলকে ম্যাচ জেতাতে দেখিনি। তিনে আছে নাজমুল হোসেন শান্ত, সে এমন একজন যে প্রথম বল থেকেই শট খেলতে থাকে। এখানে যদি সে এভাবে খেলে তাহলে ইবরাহিম জাদরানের মত একজন প্রপার ক্রিকেটার দরকার হবে তাদের। তবে এখানে তাদের কেউ নেই। ফলে লিটন দাস যদিও ক্লাস পাওয়ারপ্লেতে তাদের ব্যাটিং খুবই দুর্বল মনে হচ্ছে।’


অশ্বিন বলেন, ‘আমি যদি কোনো কর্পোরেট রিক্রুটার হতাম তাহলে আমি এই কাজের জন্য (ম্যানেজার) সাকিবকে (আল হাসান) নিয়ে নিতাম। (পাশ থেকে উথাপ্পা বলেন, ১০০%)। সেই আমার (কাজের জন্য দরকারি) লোক। বাংলাদেশ যখনই কোনো বিপদে পড়েছে মুশফিক (মুশফিকুর রহিম) এবং সাকিব তাদের কাজটা করে দিয়েছে। ধন্যবাদহীন কাজ।’

 

এরপর উথাপ্পা বলেন, ‘আমার মনে হয় সাকিব আদর্শভাবে তিন নম্বরে ভালো করবে। তবে যেহেতু তাদের দলে শান্ত আছে, তাদের তাকেও খেলাতে হবে। কারণ শান্ত চারে ভালো করবে না। তাওহিদ হৃদয় দারুণ ক্রিকেটার পাঁচে। আমি জাকের আলীকে এখনও দেখিনি। হয়ত মাহমুদউল্লাহ খেলবে। মেহেদী হাসান হয়ত খেলবে আটে। মাহমুদউল্লাহ হয়ত আগে আসবে।’


এরপর পিডগ বলেন, ‘সাকিব বেশিরভাগ সময় ১১৫ স্ট্রাইকরেটে ব্যাট করে। এরপর হৃদয় দারুণ আগ্রাসী ক্রিকেটার। সাথে জাকের আলীও আছে যে খেলা ঘুরিয়ে দিতে পারে যদিও এখনও প্রমাণিত না। এরপর মাহমুদউল্লাহ আছে মেহেদী হাসানও ব্যাট করতে পারে। এই ব্যাটিং লাইনআপে যদি এমন কাউকে খুঁজতে চান যে খেলা ঘুরিয়ে দিতে পারে, আমি জানি না।’

 

পিডগ আরও বলেছেন, ‘৬-১১ নম্বরের ব্যাটারদের দিকে তাকালে দেখা যাবে জাকের আলী প্রমাণিত নয়, মাহমুদউল্লাহ দারুণ ক্রিকেটার। (অশ্বিন : মাহমুদউল্লাহ দারুণ মানসম্পন্ন ক্রিকেটার) তবে সে কি শেষ ৫-৬ ওভারে ৬৩ রান নিয়ে দিতে পারবে? আমি জানি না। মেহেদী হাসান ব্যাট করতে পারে। সে দারুণ একজন ক্রিকেটার। আমি সবসময় তার পক্ষে বাজি ধরতে পারি।’


বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৮ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.