██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শচীনের মত অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন ছেলে অর্জুন

প্রথম শ্রেণির ক্রিকেটে একই কীর্তি গড়লেন বাবা-ছেলে।

শচীনের মত অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন ছেলে অর্জুন

শচীনের মত অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন ছেলে অর্জুন

প্রকাশিত হয়েছে - 2022-12-14T22:34:16+06:00

আপডেট হয়েছে - 2022-12-14T22:34:16+06:00

খেলার সারসংক্ষেপ

  • বাবার মতই অভিষেকে সেঞ্চুরি করলেন অর্জুন
  • মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত হলেও এবার ব্যাট হাতেও দেখালেন নিজের সামর্থ্য
  • ভালো অবস্থানে আছে অর্জুনের দল গোয়াও
  • বাবার পথ অনুসরণ করেই এসেছেন ক্রিকেটে। এবার ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেও বাবাকেই অনুসরণ করলেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন অর্জুন টেন্ডুলকার।

    অর্জুন টেন্ডূলকার। ছবিঃ গেটি ইমেজস

    চলমান রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে অভিষিক্ত হয়েছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই শতকের দেখা পেয়ে গেছেন অর্জুন। ম্যাচের দ্বিতীয় দিন ২০৭ বলে ১২০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন অর্জুন টেন্ডুলকার।

    ১৯৮৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে অভিষিক্ত হয়েছিলেন শচীন টেন্ডুলকার। গুজরাটের বিপক্ষে সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ৩৪ বছর পর শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকারও গড়লেন একই কীর্তি।


    ম্যাচের প্রথম দিনে শেষবেলায় ২০১ রানের মাথায় গোয়ার ৫ উইকেট পড়লে ব্যাটিংয়ে নামেন অর্জুন। দিনশেষে ৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচের দ্বিতীয় দিন আগের দিন অপরাজিত থাকা ব্যাটার সুয়াশ প্রভুদেশাইয়ের সাথে মিলে ২২১ রানের বিশাল এক জুটি গড়েন অর্জুন। দুজনের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই রানের পাহাড় গড়েছে গোয়া। দিনশেষে ৮ উইকেট হারিয়ে ৪৯৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে গোয়া। তিনে নামা সুয়াশ পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। ৪১৬ বলে ২১২ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন তিনি।

    শচীন টেন্ডুলকার। ছবিঃ গেটি ইমেজস

    তিন অঙ্ক ছোঁয়ার পর অবশ্য খুব বেশি দূরে আগাতে পারেননি অর্জুন। কমলেশ নাগারকোটির বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি।


    মৌসুমের শুরুর দিকে বেশি ম্যাচ খেলার আশায় মুম্বাই ছেড়ে গোয়াতে যোগ দেন অর্জুন টেন্ডুলকার। আগের মৌসুমে মুম্বাইয়ের হয়ে মাত্র ২টি টি-টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।


    মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত হলেও ব্যাটিংটাও বেশ ভালোই করতে পারেন অর্জুন টেন্ডুলকার। ২০২২ সালের সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে গোয়ার হয়ে ৭ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেন অর্জুন। ওভারপ্রতি রান দেন মাত্র ৫.৬৯ করে। টি-টোয়েন্টি ক্রিকেটে এত ভালো ইকোনমি রেট একদমই বিরল। নিজ দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

     

    এছাড়া বিজয় হাজারে ট্রফিতেও আলো ছড়ান অর্জুন। ৩২.৩৭ গড়ে এবং ওভারপ্রতি ৪.৯৮ রান দিয়ে ৭ ম্যাচে ৮ উইকেট শিকার করেন অর্জুন। সেই টুর্নামেন্টেও যৌথভাবে গোয়ার সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।

    বাবা শচীনের সাথে ছেলে অর্জুন। ফাইল ছবি

    আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য অর্জুন টেন্ডুলকার। তবে এখনও পর্যন্ত তাদের হয়ে কোনো ম্যাচে মাঠে নামা হয়নি অর্জুনের।


    বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

    একটি মন্তব্য করতেলগইনঅথবা

    More

                    ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                    ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                    ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                    ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                    ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                     ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
    
    Developed By Coder71 Ltd.