সবচেয়ে কঠিন খেলা টেস্ট, কিন্তু আমাদের জন্য টি-টোয়েন্টি : পাপন
টি-টোয়েন্টিতে ভালো করতে পরিস্থিতির দাবি মিটিয়ে খেলার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, '১০০ ওভার উইকেটে থেকেও তো লাভ নাই, যদি রান না হয়।'

Adnan AhmedEditor
প্রকাশিত হয়েছে - 2022-07-31T21:17:34+06:00
আপডেট হয়েছে - 2022-07-31T21:17:34+06:00
খেলার সারসংক্ষেপ
ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘতম ও ক্ষুদ্রতম দুই সংস্করণে এখনও নিজেদের খাপ খাইয়ে নিতে পারেনি। গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজটা খুব সহজে জিতে নিলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি টাইগাররা। এদিকে আপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেও প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ক্রিকেটারদের সমস্যাটা টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট ঘিরে হলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস, সময়ের পালাবদলে টেস্টে ঘুড়ে দাঁড়াবে বাংলাদেশ। পাঁচ দিনের খেলা হওয়ায় টেস্ট সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট হলেও বাংলাদেশের জন্য টি-টোয়েন্টিকে সবচেয়ে কঠিন বলছেন বিসিবি সভাপতি।
বাংলাদেশের জন্য টেস্টের চেয়েও টি-টোয়েন্টি ফরম্যাটকে কঠিন বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
রবিবার (৩১ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়ে টেস্ট পয়েন্ট টেবিলে বাংলাদেশের উন্নতি প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “এখন ২০২২, আমার ধারণা ২০২৪ এ এটা চেঞ্জ হয়ে যাবে টেস্ট ক্রিকেটে।” টি-টোয়েন্টির প্রসঙ্গ তুলে পাপন জানালেন, এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন। পাওয়ার হিটার না থাকা এবং পরিস্থিতির দাবি মিটিয়ে খেলতে খেলতে না পারার কারণে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করছে না বলে বিশ্বাস পাপনের।
তিনি বলেন, “সবচেয়ে কঠিন খেলা টেস্ট কিন্তু আমাদের জন্য সবচেয়ে কঠিন টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি কঠিন হওয়ার পেছনে একটা তো হলো- পাওয়ার হিটিং। আর টি-টোয়েন্টিতে যত ভালো বোলারই হোক, যত ভালো খেলোয়াড়ই হোক, যখন খেলছে ঐ নির্দিষ্ট সময়েই সিদ্ধান্ত নিতে হয়। কখন আস্তে আস্তে খেললেও চলবে, কখন মারতে হবে।”
টি-টোয়েন্টি দলের বোলিং ইউনিটের প্রশংসা করে ব্যাটারদেরকে পরিস্থিতির দাবি মিটিয়ে খেলার তাগিদ দেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “১০০ ওভার উইকেটে থেকেও তো লাভ নাই, যদি রান না হয়। এই জিনিসগুলো সময়ের সাথে, পরিস্থিতির সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। বিশেষ করে নতুন ছেলেদের জন্য তো অনেকই কঠিন। বাট পাওয়ার হিটিংয়ের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের বোলিং তো আগের চেয়ে অনেক ভালো।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।