সরফরাজকে অভিষেক ক্যাপ পরিয়ে কুম্বলের 'আফসোস'

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-02-15T19:55:08+06:00
আপডেট হয়েছে - 2024-02-15T19:55:08+06:00
সরফরাজ খানকে অভিষেক ক্যাপ পরিয়ে ভুল করেছেন! ধারণাটা অনিল কুম্বলের। শুনে অবাক হতে পারেন। তবে অন্তর্দহনে ভোগা কুম্বলের এমন কথা বলার কারণ আছে। ভারতের আলোচিত ক্রিকেটারকে ক্যাপ পরিয়ে দিয়ে সাথে যেন নিজের ভাগ্যটাও দিয়ে বসেছেন কুম্বলে!
দীর্ঘদিন ধরে নিজেকে প্রমাণ করা সরফরাজ রাজকোট টেস্টে ভারতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেই হারিয়েছেন ফিফটি। অবিস্মরণীয় ইনিংসের দিনে অবশ্য রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। আর তাতেই কুম্বলের যত আক্ষেপ। কারণ, নিজের প্রথম ইনিংসে রানআউট হয়েছিলেন তিনিও!
ম্যাচ শেষে তাই ভারতের এই কিংবদন্তি আক্ষেপ করে বলে বসেন, ‘প্রথম টেস্টে আমিও রান আউট হয়েছিলাম। মনে হয় টুপি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের খারাপ ভাগ্যটাও ওকে দিয়ে দিয়েছি।’
রাজকোট টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ৩২৬ রান। রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার ব্যাটে বিপর্যয় সামাল দেওয়ার পর সরফরাজ দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ইংলিশ বোলারদের দেখেশুনেই খেলছিলেন। তবে রবীন্দ্র জাদেজার সাথে ভুল বোঝাবুঝিতে ৬৬ বলে ৬২ রান করে সাজঘরে ফিরতে হয় ৯টি চার ও ১টি ছক্কা হাঁকানো এই অভিষিক্ত ব্যাটারকে। যার পেছনে জাদেজার দায়ই বেশি, এমনটি মনে করছেন সমর্থকরা।
ভুল বোঝাবুঝিতে সরফরাজ আউট হলে ক্ষোভে ফেটে পড়েন ড্রেসিংরুমে পায়চারি করা অধিনায়ক রোহিত শর্মা। এ সময় রাগে নিজের মাথার ক্যাপ ছুঁড়ে ফেলেন রোহিত। বিদায়ের আগে অবশ্য তিনিই পথ দেখান ভারতকে। ১৯৬ বলে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলে বিপর্যয় সামাল দেওয়ার পাশাপাশি দলকে এনে দেন বড় পুঁজির ভিত। দিনের খেলা শেষ করার সময় ২১২ বলে ১১০ রান করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা।
রাজকোট টেস্ট সরফরাজের অভিষেক টেস্ট হওয়ার কারণে আলোচনার কেন্দ্রে। ভারতের ঘরোয়া ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড গড়া এই ক্রিকেটার অভিষেক ক্যাপ পান কুম্বলের হাত থেকে। এ সময় পাশে থাকা তার বাবা ও স্ত্রী আবেগে কেঁদে ফেলেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।