সাকিব অবিশ্বাস্য পারফর্মার, বিশ্বসেরাদের কাতারে : মরগান
সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন মরগান।

সাকিব অবিশ্বাস্য পারফর্মার, বিশ্বসেরাদের কাতারে : মরগান
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2023-10-09T18:54:03+06:00
আপডেট হয়েছে - 2023-10-09T18:54:03+06:00
আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটে-বলে দারুণ উজ্জ্বল ছিল টাইগাররা। আফগান বধের পর এবার ইংল্যান্ডের বাঁধা বাংলাদেশের সামনে। [এখানে কুইজ খেলে জিতে নিন বাংলাদেশ দলের জার্সি]
সাকিব আল হাসান। ছবি : গেটি ইমেজস
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ান মরগান। ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অধিনায়ক মরগান এখন ব্যাট-বল ছেড়ে হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন। এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাচ্ছে মরগানকে। ম্যাচের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব এবং বাংলাদেশকে দলকে প্রশংসায় ভাসিয়েছেন মরগান।
ধর্মশালায় গণমাধ্যমকে মরগান জানান, ‘আসলে সাকিব অবিশ্বাস্য একজন পারফর্মার। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সে। সে নিজের পারফরম্যান্স দিয়ে এটা প্রমাণ করেছে। তার মাঝে ধারাবাহিকতা আছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। খুব কম ক্রিকেটারই আছে যার পাঁচটি বিশ্বকাপ খেলেছে। পারফরম্যান্সের পাশাপাশি তার লম্বা সময় খেলার বিষয়টি তাকে দুর্দান্ত একজন অলরাউন্ডারে পরিণত করেছে।’
বাংলাদেশ দলকে নিয়েও অনেক আশার কথা শুনিয়েছেন মরগান, ‘(বাংলাদেশের) দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। এখন ব্যাপারটি হচ্ছে কীভাবে আপনি সেই প্রতিভাকে কাজে লাগাবেন। আপনি যদি বড় টুর্নামেন্টে ভালো করতে পারেন তাহলেই সফল হতে পারবেন। এখানে বিষয়টি হচ্ছে আপনি কীভাবে দল গঠন করেন এবং ভবিষ্যতের পরিকল্পনা করেন, টুর্নামেন্টের কথা মাথায় রাখেন, এভাবে আগালে তা কার্যকরী হতে পারে।’
আগামীকাল ১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১১টায় মাঠে গড়াবে দুই দলের ব্যাট-বলের লড়াই।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।