SCORE

সর্বশেষ

‘সাবেক’ শব্দে কষ্ট পান জুনায়েদ

একটা সময় তিনি ছিলেন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ফর্ম পড়তির দিকে থাকায় নির্বাচকদের দৃষ্টি থেকে আড়াল হয়েছেন। ঘরোয়া ক্রিকেট অবশ্য খেলে যাচ্ছেন নিয়মিতই।

'সাবেক' শব্দে কষ্ট পান জুনায়েদ

দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই বলে জুনায়েদ সিদ্দিকীর পরিচয়ের ক্ষেত্রে অনেকেই লিখে থাকেন, ‘সাবেক ক্রিকেটার’। তবে এই পরিচয়ে অনুযোগ তার। জুনায়েদের দাবি, এখনও ক্রিকেট খেলে গেলে সাবেক হলেন কী করে?

Also Read - বিসিবি সরকারের কাছ থেকে অর্থ নেয় না: পাপন

অবশ্য জাতীয় দলে না খেলা নিয়ে কোনো আক্ষেপ নেই তার। সম্প্রতি জাতীয় দৈনিক মানবজমিনকে জুনায়েদ বলেন, ‘আক্ষেপ নেই এটি সত্যি, তবে মাঝে মাঝে কষ্ট পাই। যখন দেখি আমার নামের পাশে অনেক সংবাদমাধ্যমে লেখা হয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার। কিভাবে সাবেক হলাম? এখনো তো খেলেই যাচ্ছি।’

জুনায়েদ বলেন, ‘এটি খুব খারাপ লাগে। সাবেক হতে পারেন আকরাম ভাই, নান্নু ভাইরা। আমিতো এখনো জাতীয় দল থেকে অবসর নেইনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছি। যারাই লিখেন একটু জেনে লিখলে ভালো হয়।’

জাতীয় দল থেকে এই ওপেনার বাদ পড়েছিলেন বেশ কিছু কারণে। তার দৃষ্টিতে কারণগুলো হল- ‘আমি বাদ পড়েছিলাম ব্যাক ইনজুরির কারণে। এরপর মাঠে ছন্দে ফিরতে অনেক সময় লেগেছে। আরেকটি বিষয় হলো আমার পারফরম্যান্সে ধারাবাহিকতা তেমন ছিল না। কারণ ফিটনেসে কিছু সমস্যা হয়েছিল। একজন ক্রিকেটার এতদিন মাঠের বাইরে থাকলে ওজন বেড়ে যায়।’

জাতীয় দলের বাইরে থাকার সময়টায় ক্রমশ শিক্ষা গ্রহণ করছেন জুনায়েদ, তাই সময়টা তার খারাপ যাচ্ছে খুব- এটি বোলার সুযোগও নেই। তিনি বলেন, এখন অনেক কিছু শিখেছি। যতদিন ধরে জাতীয় দলের বাইরে আছি এর মধ্যে নিজের ব্যাটিংয়ের ভুলগুলো ধরতে পেরেছি। শুধরে নিতেও পারছি। একজন ব্যাটসম্যানকে অবশ্যই রান করতে হবে। আমি সেটি করে যাচ্ছি। সেঞ্চুরিগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এক বছরে কতটা সেঞ্চুরি করলাম সেটিও নিজেকে অনুপ্রাণিত করে।’

আরও পড়ুনঃ বিসিবি সরকারের কাছ থেকে অর্থ নেয় না: পাপন

Related Articles

৫২ ওভারে বোলার ১১ জন!

মাশরাফির নৈপুণ্যে ভাস্বর ৯ অক্টোবর