মোশাররফের সার্জারি মঙ্গলবার

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-03-16T22:10:12+06:00
আপডেট হয়েছে - 2019-03-16T22:10:12+06:00
মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সার্জারি করা হবে ব্রেইন টিউমারে আক্রান্ত বাংলাদেশের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের। বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি।

বিপিএলের ষষ্ঠ আসর থেকে অসুস্থ হন তিনি। ঘুমের মধ্যে খিচুঁনি হয় তার। এরপর এক মাস পর বাসাতেও একই অবস্থা হয় তার। এর ফলে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ খেলতে পারেননি তিনি। এমআরই করলে ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর দেশের বাইরে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচারের পর জানা যাবে মোশাররফ রুবেলের সুস্থ হওয়ার সম্ভাবনা। টিউমারটি প্রাথমিক পর্যায়ে থাকলে দ্রুতই সুস্থতার পথে হাঁটবেন তিনি- এমনটাই আশা করা যাচ্ছে। অস্ত্রোপচারের তিন মাস পর ফলো আপের জন্য ফের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার চিকিৎসায় এগিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন ৩৭ বছর বয়সী মোশাররফ হোসেন রুবেল। পাঁচ ম্যাচে শিকার করেছেন চার উইকেট। তবে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন শতাধিক লিস্ট এ ও প্রথম শ্রেণির ম্যাচ। ১১২ টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ৩৯২ উইকেট। ব্যাট হাতে করেছেন ৩৩০৫ রান। ১০৪ টি লিস্ট এ ম্যাচ খেলে ১২০ টি উইকেট নিয়েছেন তিনি। রান করেছেন ১৭৯২। এছাড়া ৫৬ টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন ২০১৬ সালে।
এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন মোশাররফ হোসেন রুবেল। একটি ম্যাচে মাঠে নামেন তিনি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ঐ ম্যাচে এক উইকেট শিকার করেন এ স্পিনার।
বিডিক্রিকটাইমকে দেওয়া মোশাররফ হোসেন রুবেলের একটি সাক্ষাৎকার-