সুপারস্টার হওয়া নয়, পারফর্ম করাই লক্ষ্য হৃদয়ের

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-10-05T14:57:05+06:00
আপডেট হয়েছে - 2024-10-05T14:57:05+06:00
আকাশ থেকে যখন খসে পড়ে একটি তারা, অন্য তারা দ্রুতই পূরণ করে সেই শূন্যস্থান। বাংলাদেশের ক্রিকেট আকাশ থেকে সাকিব আল হাসানের প্রস্থানের বেশি দিন হয়নি। টি-টোয়েন্টি দলে তার শূন্যস্থান পূরণ করবেন কে, তা- এখন বড় প্রশ্ন।
অবশ্য সাকিবের অভাব দূর করার মতো অনেকেই আছেন। তবে বড় প্রশ্ন হলো, সাকিবের মতো সুপারস্টার কি আসবেন? প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হয়েছিল তাওহীদ হৃদয়ের দিকে। সেই হৃদয় জানালেন, সুপারস্টার হওয়ার দিকে নয় বরং পারফর্ম করার দিকেই তার সব মনোযোগ।
হৃদয় বলেন, 'সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা বলতে পারব না, সময় বলে দেবে। আগে পারফর্ম করাই আসল কথা। দলের জন্য ভালো ফলাফল আনতে পারলে ভবিষ্যতে অনেকেই আসবে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স ছাড়া আর কিছু চিন্তা করার সুযোগ নেই। সবাই পারফর্ম করতে চায়।'
সাকিবের শূন্যতা দল অনুভব করলেও তার জায়গায় যিনি আসবেন, তাকে বরণ করে নিতেও প্রস্তুত। সেই সাথে জানালেন, দল শক্তির বিচারে ভালো, তাই বিশ্বের যেকোনো জায়গায় ভালো করাও অসম্ভব নয়।
হৃদয়ের ভাষায়, 'অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব। একদিন না একদিন তো যেতেই হবে। আশা করি নতুন কাউকে ভালোভাবে ওয়েলকাম করব।'
'দল অনেক ভালো আছে। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি যেকোনো জায়গায় ভালো করা কঠিন কিছু হবে না।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।