হেরে গেলেও দারুণ খেলেছে বাংলাদেশ, বলছেন রায়না
ভারতের বিপক্ষে আরও একবার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। জয়ের আশা জাগিয়েও একদম শেষ ওভারে গিয়ে মাত্র ৫ রানে ম্যাচ হারে টাইগাররা। এই হারের ফলে অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের সেমিতে খেলার আশা।

হেরে গেলেও দারুণ খেলেছে বাংলাদেশ, বলছেন রায়না
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2022-11-03T20:33:49+06:00
আপডেট হয়েছে - 2022-11-03T20:33:49+06:00
খেলার সারসংক্ষেপ
ভারতের বিপক্ষে আরও একবার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। জয়ের আশা জাগিয়েও একদম শেষ ওভারে গিয়ে মাত্র ৫ রানে ম্যাচ হারে টাইগাররা। এই হারের ফলে অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের সেমিতে খেলার আশা।
বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন। ছবিঃ বিডিক্রিকটাইম
অ্যাডিলেইড ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নামে ভারত। অনেকদিন পর ফর্মে ফেরা লোকেশ রাহুল এবং বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যে ১৮৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জবাব দিতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার লিটন কুমার দাস। শুরু থেকেই মারমুখি ব্যাটিংয়ে চড়াও হন ভারতীয় বোলারদের বিপক্ষে। তার অসাধারণ ব্যাটিংয়ের কারণেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। দ্রুতই ফিফটি তুলে নে লিটন।
তবে ৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান তোলার পরই শুরু হয় বৃষ্টি। এরপর বৃষ্টি আইনে নতুন টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। তবে বৃষ্টির পরেই যেন ব্যাটিংয়ের ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। নতুন করে ব্যাটিংয়ে নামার কিছুক্ষণ পরেই ৮ম ওভারের মাথায় লোকেশ রাহুলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে যান দারুণ খেলতে থাকা লিটন। ২৭ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।
২১ বলে বিস্ফোরক এক ফিফটি তুলে নেন লিটন দাস। ছবিঃ বিডিক্রিকটাইম
তবে লিটনের আউটের পরেই যেন তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে টাইগারদের ইনিংস। শেষদিকে তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহান মিলে অনেক চেষ্টা করেও জেতাতে পারেননি দলকে। ৫ রানে জিতে শেষ হাসি হাসে ভারতই।
তবে ম্যাচ হারলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। যার ফলে কুড়াচ্ছে প্রশংসাও। সাবেক ভারতীয় ব্যাটার সুরেশ রায়নাও প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে। ম্যাচের পর ভারতের সংবাদমাধ্যম ‘আজতক’-এ বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করেছেন রায়না, ‘বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, বৃষ্টি হানা না দিলে ম্যাচটা তাদের নাগালেই ছিল। প্রথম ৭ ওভারে ভারতের বোলিং (উইকেটের) চারপাশেই মার খেয়েছে, যেটা আমাদের জন্য একটা শিক্ষা বলেই মনে করি।’
আরও একবার ভারতের সাথে হেরে হৃদয় ভাঙলো বাংলাদেশের। ছবি; গেটি ইমেজস
হেরে গেলেও বাংলাদেশ দারুণ খেলেছে বলে মনে করেন রায়না, ‘আমরা হয়তো জিতেছি, তবে রোহিত শর্মাও কিন্তু ম্যাচ শেষে স্বীকার করেছেন, বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলেছে। ভারত আরও ভালো খেলতে চাইলে এটা কিন্তু আমাদের জন্য সতর্কবার্তা। সেমিফাইনাল কিংবা ফাইনালে পারফর্ম করতে হবে, যেখানে প্রতিপক্ষ দলগুলো আরও নিখুঁত হবে।’
এই হারের ফলে প্রায় শেষ হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা। সেমিতে খেলার জন্য নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদেরকে, অন্যদিকে প্রার্থনা করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে যেন বড় ব্যবধানে হেরে যায় ভারত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।