৩৯০ নয়, ১৯০ এর ঘরে বেশি 'নড়বড়ে' ছিলেন নর্থইস্ট
সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিরও দেখা মেলে। কিন্তু কোয়াড্রপল সেঞ্চুরি? একটু অভাবনীয়ই বটে! কাউন্টিতে সেই অভাবনীয় কাজটিই করেছেন ইংলিশ ব্যাটার স্যাম নর্থইস্ট।

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2022-07-25T02:27:04+06:00
আপডেট হয়েছে - 2022-07-25T02:40:50+06:00
খেলার সারসংক্ষেপ
যে ফরম্যাটই হোক, শতক হাঁকানো সহজ কাজ নয়। লঙ্গার ফরম্যাটে তিন অঙ্কে পৌঁছে গেলে ডাবল সেঞ্চুরির সময় পাওয়া যায়। কেউ কেউ ইনিংস টেনে নিয়ে যেতে পারেন ট্রিপল সেঞ্চুরি পর্যন্ত। কিন্তু কোয়াড্রপল সেঞ্চুরি? একটু অভাবনীয়ই বটে! কাউন্টিতে সেই অভাবনীয় কাজটিই করেছেন ইংলিশ ব্যাটার স্যাম নর্থইস্ট।
কখনো ৪০০ রান করতে পারবেন, ভাবেননি নর্থইস্ট।
নর্থইস্ট কাউন্টিতে লিস্টারশায়ারের বিপক্ষে খেলেছেন ৪১০ রানের অনবদ্য এক ইনিংস, আবার ছিলেন অপরাজিত। তার মহাকাব্যিক ইনিংসে ভর করে গ্ল্যামরগান জিতেছে ইনিংস ব্যবধানে। ১৮ বছর পর ৪০০ রানের ইনিংসকে ক্রিকেটের বুকে ফেরানো নর্থইস্ট জানালেন তার আজীবন মনে রাখার মত ব্যাটিংয়ের গল্প।
ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, 'এটা এমন কিছু যার জন্য আপনি ক্যারিয়ারজুড়ে চেষ্টা করেন। তবে কখনো ভাবিনি ৪১০ রান করে ফেলব আর অবিশ্বাস্য কিছু নামের পাশে নিজের নাম লিখতে পারব। এটা আমার বুনো কল্পনারও বাইরে!'
৩০৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করা নর্থইস্ট চতুর্থ দিনের খেলা শুরুর আগেও ৪০০ নিয়ে ভাবেননি। আর ছক্কা হাঁকিয়ে ৪০০ করেছেন মনে হলে যেন শিউরে উঠছেন! তার ভাষায়, 'সত্যি বলতে আমি ভাবিনি। এখন পেছনে তাকিয়ে মনে হচ্ছে... এভাবে ছক্কা হাঁকিয়ে ৪০০ রান করা! আমি কী করলাম? আরও সাবধানে যেতে পারতাম ৪০০-র মাইলফলকে। যদি আউট হয়ে যেতাম, এখন নিজেকেই লাথি দিতাম। আমরা চেষ্টা করছিলাম যত বেশি রান সম্ভব করার।'
নর্থইস্টের আগে মাত্র ৮ ব্যাটার পেয়েছিলেন কোয়াড্রপল সেঞ্চুরির দেখা।
তবে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পাওয়ার ব্যাপারে এই ইনিংসে যতটা চিন্তাগ্রস্ত ছিলেন নর্থইস্ট, ততটা ছিলেন না ৩৯০ রানে থাকাকালে। তিনি বলেন, 'আগে আমার সর্বোচ্চ রান ছিল ১৯১। ১৯০ এর ঘরে গিয়ে যতটা নার্ভাস ছিলাম ৩৯০ রানে গিয়েও ততটা ছিলাম না। এখন এটা বলা একটু হাস্যকর বটে, তবে আমি সত্যি ২০০ রানের জন্য মরিয়া ছিলাম। ভেবেছিলাম কোনো দিন হয়ত ২০০ করা হবে না।'
অথচ সেই নর্থইস্টই ৪১০ রান করে এখন ইতিহাসের পাতায়!
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।