ওয়ানডে থেকে অবসর নিলে বিপিএলে 'আইকন' থাকবেন না মাশরাফি!

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-08-21T09:13:28+06:00
আপডেট হয়েছে - 2019-08-21T10:01:54+06:00
বিপিএলের গত দুই আসরে রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার হয়ে খেললেও এবার মাশরাফি বিন মুর্তজা কোথায় খেলবেন তা নিশ্চিত নয়। আসর শুরুর বেশ খানিকটা আগে, যখন কিনা প্রথম সাইকেল শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় সাইকেলের জন্য দলগুলো চুক্তিই করেনি, তখনই সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে দলভুক্ত করে রংপুর। ঝামেলার শুরু সেখানেই।

পরবর্তীতে ঢাকা ডায়নামাইটস জানায়, সাকিবের চলে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এদিকে সাকিবকে আইকন ক্রিকেটার বানালে দলের পুরনো আইকন মাশরাফির কী হবে? নিয়ম অনুযায়ী মাশরাফির এবার অন্য কোনো দলেই যাওয়ার কথা। কিন্তু রংপুর যে দাবি করছে- সাকিবের পাশাপাশি মাশরাফিকেও রাখবে তারা!




কিন্তু এটিই বা কীভাবে সম্ভব! নিয়ম বলছে, একটি দল একাধিক আইকন ক্রিকেটার বা ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটারকে দলে রাখতে পারবে না। সেক্ষেত্রে মাশরাফির ‘অবনমন’ হতে হবে। অর্থাৎ, ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে নেমে আসতে হবে ন্যূনতম ‘এ’ ক্যাটাগরিতে।
আর সাকিবের পাশাপাশি মাশরাফিকে ধরে রাখার ক্ষেত্রে এই বিষয়টিই আপাতত রংপুরের ‘হাতিয়ার’। তাদের দাবি, মাশরাফি এখনই অবসর নিয়ে নিলে বিপিএলে তিনি আইকন হিসেবে আর থাকবেন না। তখন সাকিবের পাশাপাশি তাকেও দলভুক্ত করতে পারবে রংপুর। বলা যেতে পারে- কায়মনোবাক্যে মাশরাফির অবসর চাইছে রংপুর অঞ্চলের প্রতিনিধিত্বকারী এই ফ্র্যাঞ্চাইজি!





এ বিষয়ে রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক বলেন,
‘যতটুকু জানি মাশরাফি যদি অবসর নেয় তাহলে সে আইকন থাকবে না। আমাদের চিন্তা ছিল, খেলোয়াড় ধরে রাখার নিয়মে মাশরাফি তো এমনিতেই থেকে যায়। মাশরাফি-সাকিব দুজনই রংপুরে খেলবে।’
অর্থাৎ সাকিবকে দলে টানার পাশাপাশি মাশরাফিকে রিটেইনড প্লেয়ার হিসেবে দলে রাখতে চেয়েছিল রংপুর। তবে সেই প্রক্রিয়া আটকে যাচ্ছে মাশরাফির আইকন থাকা-না থাকার উপর।
ইশতিয়াকের দাবি- মাশরাফিরই নাকি আইকন হওয়ার ইচ্ছা নেই! তিনি বললেন,
‘সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে না। বিপিএল যেহেতু টি-টোয়েন্টি যৌক্তিকভাবেই মাশরাফিকে আইকন হিসেবে রাখা যায় না। আইকন হবে নতুন কোনো প্রমিজিং খেলোয়াড় । বোর্ড বলছে, আমরা নিজেরাও জানি আমাদের দেশে সাতজন যথার্থ আইকন ক্রিকেটার খুঁজে বের করা মুশকিল। আর মাশরাফিরও ইচ্ছে নেই আইকন থাকার। এ বছরও যেটা শুনেছি ওয়ানডে থেকে যদি সে অবসর নেয় আইকন থাকার কথাও না তার। আমাদের পরিকল্পনায় মাশরাফি রিটেনশন তালিকায় থাকে।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।