অশ্বিনের স্মরণীয় বলে মুশফিকের অটোগ্রাফ

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2017-02-13T23:24:47+06:00
আপডেট হয়েছে - 2017-02-13T23:30:16+06:00

হায়দরাবাদ টেস্টে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন
ের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৪৫ টেস্ট খেলেই ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। নিজের ২৫০ উইকেট শিকার স্মরণীয় করে রাখতে অশ্বিন রেখে দিয়েছেন ২৫০ উইকেট শিকার করার বলটি। সেই বলটিতে নিয়েছেন
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের অধিনায়ক
ের অটোগ্রাফ।
সোমবার ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে ভারতের এ স্পিনার বল হাতে এগিয়ে যান বাংলাদেশের অধিনায়কের দিকে। চেয়ে বসেন অটোগ্রাফ। অশ্বিনকেও নিরাশ করেননি মুশফিক। হাসিমুখে বলে অটোগ্রাফ দিয়েছেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে খুলে বলেন মুশফিকই। তিনি মাইলফলক ছোঁয়া সেই বল স্মরণীয় করে রাখতেই তার কাছে অটোগ্রাফ চেয়েছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের উইকেট শিকার করেই ২৫০ উইকেট পূর্ণ করেছিলেন অশ্বিন।
বর্তমানে অশ্বিনের উইকেট ২৫৪ টি। দ্বিতীয় ইনিংসে আরো চারটি উইকেট পেয়েছেন এ অফ-স্পিনার। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ২৫০ উইকেট শিকারের রেকর্ডটাও এখন তার দখলে।
-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম