আইরিশদের উড়িয়ে ভারতের সিরিজ জয়

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2018-06-30T00:14:28+06:00
আপডেট হয়েছে - 2018-06-30T00:35:44+06:00
কয়েক ঘণ্টা আগেই আয়ারল্যান্ড নারী দলকে হারিয়ে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। এবার সিরিজ হারতে হল আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলকেও।
[caption id="attachment_51331" align="aligncenter" width="640"]

ছবিঃ পিএ
[/caption]
শুক্রবার দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪৩ রানের বড় ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এই জয়ে ভারত সিরিজ শেষ করেছে ২-০ ব্যবধানে জয়ী হয়ে।
ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের পাহাড় দাঁড় করায় সফরকারী ভারত। আর এতে মূল অবদান ছিল ওপেনার লোকেশ রাহুল ও ওয়ান ডাউনে নামা সুরেশ রায়নার।
ব্যাটিং ওপেন করতে নেমে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ২২ ও ব্যক্তিগত ৯ রানের মাথায় তাকে সাজঘরে ফেরান পিটার চেজ। এরপর প্রতিরোধ গড়ে তোলেন রাহুল ও নতুন ব্যাটসম্যান রায়না।
দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১০৬ রানের সুবিশাল এক পার্টনারশিপ। তিনটি চার ও ছয়টি ছক্কায় ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাহুল। ব্যাটিং উদ্বোধনের বদলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নামা রোহিত শর্মা আউট হন কোনো রান না করেই। এরপর ধীরে-স্থিরে খেলা মানিশ পান্ডের সাথে ৩৯ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন রায়না। তার আগে ৪৫ বলের মোকাবেলায় পাঁচটি চার ও তিনটি ছক্কায় করেন ৬৯ রান।
শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ভারত পায় দারুণ সংগ্রহ। মানিশ ২০ বলে ২১ ও হার্দিক ৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। হার্দিকের ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও একটি চার।
স্বাগতিকদের পক্ষে কেভিন ও’ব্রায়েন একাই শিকার করেন তিনটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে আয়ারল্যান্ড। স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই পল স্টার্লিংকে হারায় দলটি ৩২ রানেই হারায় ব্যাটিং অর্ডারের পাঁচজন ব্যাটসম্যানকে। ভারতের বোলিং তোপে শেষমেশ স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ৭০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান ও দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে যথাক্রমে অধিনায়ক গ্যারি উইলসন ও উইলিয়াম পোটারফিল্ডের ব্যাট থেকে।
ভারতের পক্ষে যুযবেন্দ্র চাহাল ও কূলদ্বীপ যাদব তিনটি করে এবং উমেশ যাদব দুটি উইকেট লাভ করেন।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।সংক্ষিপ্ত স্কোর
ভারত ২১৩/৪ (২০ ওভার); রাহুল ৭০, রায়না ৬৯; ও’ব্রায়েন ৪০/৩
আয়ারল্যান্ড ৭০/১০ (১২.৩ ওভার); উইলসন ১৫, পোটারফিল্ড ১৪; যাদব ১৬/৩, চাহাল ২১/৩
ফল- ভারত ১৪৩ রানে জয়ী।
আরও পড়ুনঃ বোলিংয়েও দারুণ শুরু বাংলাদেশের