আফ্রিদিকে কেউ নিবে না, জানতেন সালাউদ্দিন

প্রকাশিত হয়েছে - 2019-11-19T22:02:04+06:00
আপডেট হয়েছে - 2019-11-19T22:02:04+06:00
বয়স বাড়ার সাথে সাথে খেলোয়াড়দের ফর্ম চলে যায় পড়তির দিকে। কিংবা কমে যায় চাহিদা। যেমনটা হয়েছে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির ক্ষেত্রে।

পাকিস্তান জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এখনো দাপিয়ে বেড়ান টি-টোয়েন্টি লিগগুলোতে। তবে বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটে তার প্রতি দলগুলোর আগ্রহ ছিল না। ড্রাফটের শেষ ক্রিকেটার হিসেবে ঢাকা প্লাটুনে জায়গা পান আফ্রিদি।




আফ্রিদিকে নিয়ে দলগুলোর উন্মাদনা কমে যাওয়া স্বভাবতই সবার দৃষ্টি কাড়ছে। একসময়ের মাঠ মাতানো ক্রিকেটারের জনপ্রিয়তা কমে গেলে বিষয়টি আলোচনায় আসাই স্বাভাবিক।
তবে যেখানে আফ্রিদির ঠাই হয়েছে, সেই ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন- আফ্রিদিকে নিয়ে কাড়াকাড়ি থাকবে না এটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন।





আফ্রিদিকে দলে নেওয়ার আগেই ঢাকা দলভুক্ত করে
ও মাশরাফি বিন মুর্তজার মত প্রথম সারির ক্রিকেটারকে। ড্রাফটের শেষ পর্যায়ে যখন দেশি বা বিদেশি কাউকেই স্পন্সর-কোচরা দলে নিতে চাচ্ছিলেন না, তখন আফ্রিদিকে বেছে নেন সালাউদ্দিন।
সালাউদ্দিন জানিয়েছেন, মূলত অভিজ্ঞতা বিচার করেই আফ্রিদিকে দলে নিয়েছে ঢাকা। আর আফ্রিদিকে অন্য কোনো দল নিবে না, সালাউদ্দিন জানতেন সেটিও।
কালের কণ্ঠকে তিনি বলেন-
‘আফ্রিদিকে ইচ্ছা করেই পরে ডেকেছি। ওকে যে অন্য দলগুলো নেবে না, সেটি বুঝেছিলাম।’
একনজরে
ঢাকা
প্লাটুন
স্কোয়াড
দেশি: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাশরাফি বিন মুর্তজা,
, মেহেদী হাসান, আরিফুল হক,
,
, শুভাগত হোম চৌধুরী, জাকের আলী অনিক।
বিদেশি: ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), থিসারা পেরেরা (
), লরি ইভান্স (
), শহীদ আফ্রিদি (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড), আসিফ আলি (পাকিস্তান)।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।