ইংল্যান্ড ছেড়ে আসার কারণ জানালেন তামিম

Rasheduzzaman RakibEditor
প্রকাশিত হয়েছে - 2017-07-12T11:40:35+06:00
আপডেট হয়েছে - 2017-07-12T11:40:35+06:00

ইংল্যান্ডের কাউন্টিতে ‘ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের’ জন্য এসেক্সের হয়ে খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। আট ম্যাচ খেলার কথা থাকলেও মাত্র এক ম্যাচ খেলেই দেশে ফেরার কথা জানান তামিম। কারণ ছিল ব্যক্তিগত। কিন্তু তামিমের দেশে ফিরে আসা নিয়ে গতকাল রাতভর চলে গুঞ্জন। পরে দেশের শীর্ষস্থানীয় কিছু সংবাদ মাধ্যমে জানানো হয়, ইংল্যান্ডে তামিম সহধর্মিনী আয়েশা সিদ্দিকার উপর দুষ্কৃতিকারীরা হামলা চালানোর চেষ্টা করার কারণেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। এদিকে আজ (বুধবার) তামিম নিজেই বিষয়টি পরিস্কার করেছেন।

নিজের ফেসবুক ফ্যান পেজ থেকে তামিম জানান,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।"আমি আমার সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, কিছু ব্যক্তিগত কারণে আমি এসেক্সের হয়ে এবারের আসর সংক্ষিপ্ত করেছি । কিছু গণমাধ্যম দাবী করেছে যে আমরা দুষ্কৃতিকারীরা হামলার টার্গেট ছিলাম। আসলে এটা সত্য হয়। ইংল্যান্ড আমার অনেক প্রিয় ক্রিকেট খেলার জায়গা, যদিও আমাকে দ্রুত ফিরতে হলো এরপরেও এসেক্সে ছিল অসাধারণ। আমাকে নিয়ে উদ্বেগ এবং বার্তা প্রদানের জন্য আমি আমার সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতে ইংল্যান্ডে গিয়ে আবারো খেলতে পারবো।"