করোনার ঝুঁকি এড়াতে সড়কপথে ওমান যাবেন সাকিব

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2021-10-15T22:11:20+06:00
আপডেট হয়েছে - 2021-10-15T22:34:56+06:00
কোনো বিশ্রাম ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে চলেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে ব্যস্ত এই ক্রিকেটার টানা খেলার মধ্যে থেকেই যোগ দিচ্ছেন দলের সাথে।
[caption id="attachment_175266" align="aligncenter" width="591"]

এনওসি পাওয়ায় আইপিএলের ফাইনাল খেলেই বিশ্বকাপে যাচ্ছেন সাকিব। ফাইল ছবি[/caption]
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সাকিব অবশ্য এখনও দলের সাথে যোগ দেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার দল খেলছে ফাইনাল। সাকিবও কলকাতা নাইট রাইডার্সের বড় হাতিয়ার হয়ে খেলছেন আইপিএলে।
আইপিএলের ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিসিবিও তাই সাকিবকে আইপিএল খেলতে দেওয়ার ব্যাপারে রাজি হয়। তবে প্রশ্ন জেগেছিল সাকিবের দলে যোগদান নিয়ে। সাকিব যখন আইপিএল মিশন শেষ করবেন, বাংলাদেশের বিশ্বকাপ মিশন তখন দুই দিনেরও কম দূরত্বে। এই সময়ে তিনি কীভাবে যোগ দেবেন দলে, প্রক্রিয়াই বা কী হবে?
সেই উত্তর মিলেছে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। সাবেক এই অধিনায়ক বর্তমানে ওমানে দলের সাথে অবস্থান করছেন।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।বিডিক্রিকটাইম
কে তিনি জানালেন, জৈব সুরক্ষা বলয় থেকে সরাসরি বাংলাদেশ দলে যোগ দেবেন সাকিব। করোনার ঝুঁকি এড়াতে আকাশপথের বদলে ব্যবহার করবেন সড়কপথ।
বাশার বলেন,
'সাকিব আইপিএলে জৈব সুরক্ষা বলয়ে আছে, এই বলয় যাতে না ভাঙে তাই ফ্লাইটের বদলে আলাদা গাড়িতে আইসিসি সাকিবকে ওমান পাঠাবে। যেহেতু একমাত্র খেলোয়াড় হিসেবে ও ওমান যাবে, একজন খেলোয়াড়ের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করাটাও এই মুহূর্তে সম্ভব নয়।'
[caption id="attachment_174978" align="aligncenter" width="591"]

সাকিব আল হাসান। ফাইল ছবি[/caption]
আইপিএলে ১৩ দিনে টানা পাঁচ ম্যাচ খেলা সাকিব বিশ্রাম ছাড়াই নেমে যাবেন বিশ্বকাপে। এতে সাকিবের জন্য কোনো অসুবিধা হবে না বলেও আশা প্রকাশ করেছেন বাশার।
'পরশু (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ। সাকিব যেহেতু খেলার মধ্যে আছে, খুব বেশি সমস্যা হবে না তার জন্য'
- বলেন বাশার।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।